সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


শিমুলিয়া ঘাটে বাড়ি ফেরা মানুষের ঢল


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২২:০৫

 

প্রভাত ফেরী: রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছোট-বড় যানবাহনে করে হাজার হাজার মানুষ শুক্রবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা পাড়ি দিচ্ছে। টানা তিন দিন ছুটি! সাপ্তাহিক ছুটির সঙ্গে ও একুশে ফেব্রুয়ারির ছুটি ঘিরে দেশের দক্ষিণবঙ্গের ২১জেলার ঘরমুখো মানুষের ঢল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।
এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার-হাজার যাত্রীর পাশাপাশি আট শতাধিক যানবাহন অবস্থান করছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ঘাটে মানুষের ভিড় বৃদ্ধি পেতে থাকে। আজ শুক্রবার সকালে অত্যধিক মানুষ পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়। তিনি আরো জানান, নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে তিনটি রোরো, দুটি কে টাইপ, তিনটি মিডিয়াম এবং পাঁচটি ডাম্পসহ মোট ১৩টি ফেরি চালু রয়েছে। পর্যায়ক্রমে এসব ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
এ ছাড়া বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট নদীতে চলছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top