সিডনী মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১


বাংলাদেশে অনুমোদন পেল রাশিয়ার স্পুতনিক-ভি টিকা  : মু: মাহবুবুর রহমান  


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২১ ২০:৩২

আপডেট:
১২ নভেম্বর ২০২৪ ১৫:১৩

 

রাশিয়ার তৈরি করোনার টিকাস্পুতনিক-ভি’র জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।  আজ (২৭ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক বিশেষ সভায় রাশিয়ার টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। রাশিয়ার স্পুতনিক-ভি টিকার বিষয়ে সিদ্ধান্তের পর বাংলাদেশে অনুমোদন পাওয়া করোনা টিকার সংখ্যা দাঁড়াল দুটি। আগে অনুমোদন দেয়া হয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আর আজ (২৭ এপ্রিল) অনুমোদন পেলো রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা। 

রাশিয়ার স্পুতনিক-ভি টিকা অনুমোদন পাওয়ায় এই টিকা বাংলাদেশে আমদানি ও ব্যবহারে আইনগত আর কোনো বাঁধা থাকল না। বাংলাদেশ সরকারের নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে আগামী মাস অর্থাৎ মে থেকেই করোনার টিকা সরবরাহ করতে পারবে পারবে। 

বাংলাদেশ কোনো ওষুধ, টিকা বা চিকিৎসাসামগ্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিলে কিংবা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জাপান - এই সাত দেশে ব্যবহারের অনুমোদন  পেলে সেটি প্রয়োগের অনুমোদন দিতে পারে। কারণ, বাংলাদেশ তাদের মানকে গ্রহণ করে। কিন্তু রাশিয়ার স্পুতনিক-ভি টিকাটি ওই সব দেশ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায়নি। আর তাই স্পুতনিক-ভি টিকা বিশেষ কমিটির মাধ্যমে অনুমোদন দেয় বাংলাদেশ।   

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি স্পুতনিক-ভি টিকার অনুমোদন দেয়। দেশের শীর্ষ স্থানীয় জনস্বাস্থ্যবিদ, টিকা বিশেষজ্ঞ, ওষুধবিজ্ঞানী ও রোগতত্ত্ববিদেরা এই কমিটির সদস্য। ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত আজকের (২৭ এপ্রিল) সভায় বিশেষ ঐ কমিটি রাশিয়ার স্পুতনিক-ভি টিকার অনুমোদন দেয়। 

বাংলাদেশে ভারত থেকে টিকা আসা অনিশ্চয়তায় পড়ায় গণ টিকাদান কর্মসূচি বাধাগ্রস্থ হচ্ছে। গতকাল (২৬ এপ্রিল) থেকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ রাখা হয়েছে। প্রথম ডোজ দেয়ার পর দ্বিতীয় ডোজ দেয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্যে ১৩ লাখ মানুষকে টিকা দেয়ার জন্য মজুতও সরকারের হাতে নেই বলে জানা গেছে। আর তাই রাশিয়ার তৈরি টিকার আমদানি কিংবা দেশে উৎপাদনের লক্ষ নিয়ে স্পুতনিক-ভি টিকার অনুমোদন দিলো বাংলাদেশ। 

 

মু: মাহবুবুর রহমান  
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top