সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


জাওয়াদের প্রভাবে সারাদিনের বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ চরমে


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২১ ০০:২৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০০:৪৮

 

প্রভাত ফেরী: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির সাথে যানজট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সারারাত ধরে। সোমবার সকাল থেকেও অবিরাম চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

চলমান এই ‍বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি। কাঁদাপানিতে ভোগান্তি বেড়েছে পথচারী ও অফিসগামীদের। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। এর সাথে যুক্ত হয়েছে রিকশা ও সিএনজিতে বাড়তি ভাড়া।

এছাড়া কনকনে শীতের মধ্যে বৃষ্টিতে রাজধানীর ছিন্নমূল মানুষদেরও দুর্ভোগের শেষ নেই।

মিরপুর থেকে কারওয়ান বাজার যাবেন রবিউল নামে এক চাকরিজীবী। ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারণে বাস পাচ্ছেন না রবিউল। যে দুই-একটা বাস আসছে সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে আসায় ওঠা যাচ্ছে না।

ধানমণ্ডি থেকে যাত্রবাড়ী যাবেন শুকুর আলী। দীর্ঘসময় বাসের অপেক্ষা শেষে বাধ্য হয়ে উঠেছেন সিএনজিতে। শুকুর আলী বলছেন, কি করবো ভাই, কতক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবো? তাই অতিরিক্ত ভাড়ায় সিএনজিতে যেতে হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। এছাড়া তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top