সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


নির্বাচন করতে এমপিদের পদত্যাগের দরকার নেই : ইসি


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩ ১৫:৪৮

আপডেট:
১০ মে ২০২৪ ০৬:১৮


নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একাদশ জাতীয় সংসদের সদস্যরা (এমপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও তাদের পদত্যাগ করতে হবে না। এমনকি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও এটি প্রযোজ্য হবে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক শরিফুল আলম বিজ্ঞপ্তিতে বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।


আসলে, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে শুধু কিছু শর্ত পরিপালন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বতন্ত্র থেকে ভোট করতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী এর আগে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা প্রদানের প্রয়োজন হবে না। দলীয়, নির্দলীয় বা সংরক্ষিত নারী আসনের যেই হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top