সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৯ ২৩:১৯

আপডেট:
২২ ডিসেম্বর ২০১৯ ০৪:০০

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: দলের তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘কী পেলাম- সে চিন্তা না করে দেশের প্রতিটি নাগরিকের যে অধিকার তা পূরণে আমাদের কাজ করতে হবে। নাগরিকদের যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- এসব পূরণে আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি আরো বলেন, সাধারণ মানুষ যেন আওয়ামী লীগকে আবার ভোট দেয় সে আচরণ করবেন। কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আওয়ামী লীগকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মীদের সেই মানসিকতা ধারণ করতে হবে।

শেখ হাসিনা বলেন, ৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন। আমি যথাযথভাবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সে চেষ্টা করছি। আমরা অনেকটা সফল হয়েছি। আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। বাংলার মানুষ যেন উন্নত জাতির স্বাদ পায় সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ করছি।

২১ তম কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলর যোগ দিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতেই দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন।

কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অধিবেশন সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top