সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


সিটি নির্বাচনের কারণে অমর একুশে বইমেলা শুরু ২ ফেব্রুয়ারি


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২০ ২২:০৯

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১৫:১২

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: এবারের অমর একুশে বইমেলা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেলা এক দিন পেছাল। রেওয়াজ অনুযায়ী প্রতিবছর ভাষার মাসের প্রথমদিন ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এর আগে সরস্বতী পূজার কারণে নির্বাচন ও এসএসসি পরীক্ষা পেছানো হয়।

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আদালতে রিট করা হয়।

গত ১৪ জানুয়ারি ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top