সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


আমি শিল্পী, আমি শিক্ষক : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ২২:০৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৪:২৪

 

জানতে চাও, কে আমি?
আমি ব্রিটিশ আমলের পন্ডিতমশাই,
আজও হিসাব মিলাতে পারিনি
তিন ঠ্যাংওয়ালা কুকুরের কত পায়ের সমান
আমি আর আমার পরিবার।    

আমি তালসোনাপুরের সেই তালেব মাস্টার
শিক্ষার্থীরা যার ব্যারিস্টার হয়,
পুত্র মরে বিনা চিকিৎসায়
কন্যা আত্মঘাতী অনাহারে।

ইয়াদআলী মাস্টার আমি
স্ত্রীর ছেঁড়া শাড়ির আঁচলে
উঁকি দেয় স্বপ্ন যার।
লজ্জায়, অপমানে, অবনত শিরে
শত শত বছরের দরিদ্রতাকে বহন করি
তিন আমলেও মিলে না অংক আমার।

বদলে যায় সমাজ, বদলে যায় দেশ
উন্নয়নে উন্নয়নে পৌঁছে যাই মধ্যম ধাপে।
টিভির পর্দায়, পত্রিকার পাতায়
জ্বলজ্বল করে আমারই সৃষ্টির মুখচ্ছবি।
ছোট ছোট মাথাগুলো বড় হতে হতে
নাগাল পায় না শীর্ণ হাত।
ন্যুজ দেহে, ঝাঁপসা চোখে
অক্ষম, অথর্ব, ফাঁকিবাজ বিশেষণে
নষ্ট মানুষের সততার বাণী শ্রবণে
ধন্য হই অবিরত।

যখন নিভে যায় সব আলো
ধ্বংসস্তুপে রচিত হয় স্বপ্নের সমাধী
এতোটুকু আলো থাকে না অবশিষ্ট
মানুষগুলো যন্ত্রের মতো নিষ্প্রাণ বাঁচে।
সেই আঁধারে আলো হাতে
সেই ধ্বংসস্তুপে নির্মানের স্বপ্ন নিয়ে
সেই হতাশায় আশা হয়ে
মানুষের মাঝে গড়ি নতুন মানুষ।

বছরের পর বছর কাটে অপেক্ষায়
একটা সূর্য মানব তৈরির প্রতিজ্ঞায়
সাহসী, সত্যবাদী আগমনের পথ চেয়ে
একজন একলব্যের গুরুদক্ষিণার প্রত্যাশায়
আজও স্বপ্ন বুনি নীরবে নিভৃতে।

চিনতে পেরেছো এবার ? 
আমি শিল্পী, আমি শিক্ষক।

 

৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই দিন ১০০ টিরও বেশি দেশ শিক্ষকদের সম্মানে এই দিবসটি পালন করবে। বাংলাদেশের বেসরকারি শিক্ষকবৃন্দ জাতীয়করণের দাবীতে এইদিন সমাবেশ ডেকেছে। সরকারি প্রাথমিক শিক্ষকবৃন্দ ড্রাইভারের স্কেলে প্রাপ্ত বেতনের অসম্মান নিয়ে আন্দোলন করছে বহুকাল যাবৎ।

বাংলাদেশের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এ কবিতাটি লেখা। শুভ শিক্ষক দিবস।      

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক, কলামিস্ট ও কবি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top