সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


তুমি বাংলার অহংকার : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২০ ২১:২১

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২৩:১৮

ছবিঃ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা

 

তুমি বাংলার এক কূল বধু
পরনে তোমার ঢাকার শাড়ি
হেঁটে চলো এ গ্রাম থেকে ও গ্রামে, শহরে-নগরে
তোমার গায়ে আতপচালের সুগন্ধ ঝরে পড়ে,
বাংলার তেরোশত নদী বলে একসাথে
মায়া মমতায় জড়ানো হাসি মুখে
দুখে সুখে আছো তুমি আমাদের সাথে।
বাড়ির হাঁসগুলো যায় অবাদ পুকুরে
পায়রাগুলো নীল আকাশে উড়ে নির্ভয়ে
যেন নেই কারো কোন সংশয়,
সকলেই জানে তুমি আছো জাগ্রত অহর্নিশ।

একদিন এ বাংলায় হাসি নিভিয়ে গিয়েছিল
আকাল, দুর্ভিক্ষ আর মঙ্গায় ডুকরে উঠেছিল
কেঁদে উঠেছিল বাংলার জনপদ,
ভয়ার্ত হাঙ্গরের মতো গিলে খেয়েছিল সব কিছু
তোমার হাতের  ছোঁয়ায় খুঁজে পেল ঠিকানা,
প্রাণের স্পন্দনে নেচে উঠলো প্রতিটি কলমিলতা।

মুজিববিহীন বাংলায় ভালোবাসার মানুষ নেই
তুমি আছো সেই আলোকবর্তিকা রুপে
তুমিই তো দিয়েছ দুঃখ কষ্টের মাঝে অফুরন্ত সাহস।
তোমার শোকার্ত চোখের নদীতে এখন আনন্দ ধারা,
মাঠে মাঠে শস্যের কণায় ফুটে ওঠেছে সেই রুপ।
তুমি দুর্বার, তুমি চঞ্চল, তুমি ধূমকেতু,
তুমি বাংলা আর বাঙালির শুদ্ধতম অহংকার।


মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক
প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ,  বগুড়া

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top