সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


অবারিত পথ : শাহনাজ পারভীন


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২০ ২১:৩৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৭:২০

ছবিঃ : শাহনাজ পারভীন

 

এই পথের শুরু আর শেষের দিগন্ত আমার জানা নেই
তবে মাঝের কিছুটা ধুলো, লতাগুল্ম, স্নেহ, মায়া ভক্তি
আমার হৃদয়ের অতি কাছে শুয়ে থাকে নিমগ্নে।

এখানে আমার পিঠাপিঠি বোন থাকে,
আমার মায়ের রক্তের ঋণ থাকে
এখানে আমার পাঁজরের গন্ধ আর হৃদয়ের গান থাকে।
তাই এই পথ আমার পায়ের তলায় শুয়ে থাকে মাঝে মাঝে।

এখানে আমার ভালোবাসা মায়া থাকে, ছায়া থাকে,
নিজের সহোদরা থাকে। আহা! এ পথে শিশির ভেজা ঘাস থাকে,
পাখপাখালির ডাক থাকে, অবারিত মাঠ থাকে, বাঁশ ঝাড়, বেতবন,
কোকিলের কুহু কুহু ডাক থাকে, জ্যোৎস্নায় টুপটাপ ঝিঝি ডাকা রাত থাকে।
সান বাঁধানো ঘাটে থাকে জোড়া হংসের কলকল ধ্বনি।

এ পথে ঝরা শিউলি সকাল থাকে,
লাউ, সবজি, মাছ থাকে, ভ্যানে ভ্যানে হাক থাকে,
ফেরিওয়ালার ডাক থাকে।
সবচেয়ে বেশি থাকে
আমার সহোদরার হাসিমাখা মুখখানা যখন তখন।
যেখানে সেখানে ছড়ানো ছিটানো মুক্ত রতন।

এখানে পায়েস থাকে দুধের সরের মতো জমাট মাখানো,
পিঠা থাকে ভাঁপ-ওঠা গরম গরম,
ডালগোনা কফি থাকে মমতা মাখানো,
মায়ের হাসি থাকে ভুবন ভোলানো,
বাপের দরদ থাকে হৃদয় নিংড়ানো,
ভায়ের খুশি থাকে যত্ন মাখা খুব,
বোন আমার সহোদরা হৃদয় এক যেনো।

একসাথে বেড়ে ওঠা সুখ দুঃখ,
হাসিকান্না মমতা মাখানো শৈশব,
যৌবন, বাকিটা জীবন এভাবে আমার!
তাই আমি ঘুরে ঘুরে, খুঁজে খুঁজে,
বাংলার প্রতি ইঞ্চি মাটি চিনে
খলিলপুরের এই পথে বার বার আসি।
বড় ভালোবাসি। ভালোবেসে, বেসে
চোখের জলে ভেসে অস্ফুট প্রাণময় পৃথিবীকে ভালোবাসি।

 

ড. শাহনাজ পারভীন
কবি, কথাসাহিত্যিক, উপাধ্যক্ষ, উপশহর মহিলা কলেজ, যশোর।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top