সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


প্রিয়তমাকে সংস্কার বার্তা : এনামুল হক টগর


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২০ ২৩:১৯

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৮:১৯

 

শোন হে আগামী বিপ্লবী প্রিয়তমা বন্ধু আমার,
এই গভীর রাতে অভুক্ত অনাহারী শিশু ও প্রসূতির বিপন্ন চিৎকার!
আর বিষণ্ণ যুবকের বিধ্বস্ত সংগ্রাম ধ্বনি অধিকার।
পৃথিবীর দিকে দিকে কতো লুটেরা সন্ত্রাসী অত্যাচারী 
আর জুলুমকারী স্বার্থের কারণে করে রক্তক্ষয় হানাহানি হাহাকার-
তুমি কি নতুন সংষ্কারের কর্ম বার্তা পেয়েছো প্রিয়তমা?
সদ্য সংগ্রাম আন্দোলন আর মানবিক চেতনার দৃঢ় ও দীর্ঘতম নির্দেশনামা।
বিপ্লবী শুভেচ্ছাসহ তোমার জন্য লাল গোলাপ পাঠিয়েছি প্রিয়মতা ব্ন্ধু আমার।
ঘুমহীন পৃথিবীর অসহায় সাম্যবাদী দেশপ্রেমিকরা
সারারাত আশায় আশায় জেগে আছে বাসনার কতো স্বপ্ন বুকে তাদের,
জীবন সংসার আর প্রগতির সংস্কারে তাঁরা দৃঢ় দীপ্তকর। 
শত যুগ ও শত যুগান্তরের দেশপ্রেমিক রাখাল রাজার মহা-দেশপ্রেম ও ভালোবাসার কল্যাণ আর বিদগ্ধ সেবায়,
অনেক অব্যক্ত প্রশ্নের অনুচ্চারিত অধিকার ভাষায়।
মানুষের জীবন স্বপ্ন জেগে ওঠে নতুন সাম্য অধিকার শ্লোগানে।
ভণ্ডরা দেশ সমাজ ও পৃথিবীর মানুষকে মিথ্যা স্বপ্ন দেখায় ছলনা,
মৃত্তিকার উৎকর্ণ ফসলে যৌবন দাউ দাউ  জ্বলে পোড়ে
নিরব অসহায় দিকবিদিক বিষন্ন অনাহারীর বেদনা চিৎকারে।
সন্ত্রাসের কঠিন আঘাত আর বিশ্ব বিবেকহীন শাসকরা লালসার আন্ধকারে রক্তঝরায় মানবতাকে খুন করে নিষ্ঠুর।
তুমি ফিরে এসো প্রিয়তমা সন্ত্রাস দূর্নীতি ও মাদক বিরোধী আন্দোলন সংগ্রাম, 
ন্যায়পরায়ণ সংস্কার যুদ্ধে আমরাই আনবো নতুন পণ্য শস্য আগামী।
সম্পদ বন্টন অধিকারে দৃঢ় প্রতিবাদ প্রতিরোধ করবো সমান দাবীতে।
স্বদেশ জেগে উঠবে পৃথিবীর স্বপ্ন ঘিরে ক্ষুধামুক্ত জীবনের স্পন্দন ধ্বনিতে।
এক শ্রণিহীন বর্ণহীন ইতিহাস গড়ে তুলবো বিদগ্ধ চিত্তে।
মধ্যরাত্রির কালো মেঘ ভেঙে গ্রাম নগরে জ্বলবে আলো
বীজের আবাদে মৃত্তিকার সানুদেশ ভরে উঠবে ফসলে।
মনে রেখো সামনে কঠিন সংগ্রাম আর আন্দোলন, লুটেরা সন্ত্রাসী জঙ্গিবাদ ও মাদক বিরোধী যুদ্ধ নতুন।
কতো ফুল ঝরে যাবে কতো বৃক্ষ মরে যাবে কঠিন ব্যথার যন্ত্রণা।
চারিদিকে লড়াই যুদ্ধ আর যুদ্ধ ক্ষত বিক্ষত হবে মানুষ
 লাশ আর লাশ পড়ে থাকবে নিরুপায় অসহায় ব্যথার বিষ।
তারপরও সন্ত্রাস ও লুটেরারা তীব্র বিষধর সাপের ফণায়
বার বার আঘাত করবে রক্ত ঝরাবে বেদনা ব্যথায়।
কিন্তু তোমার আর আমার প্রতিরোধ প্রতিঘাত  প্রতিবাদে
এক বিষণ্ন রাত্রির বুকে উজ্জ্বল নক্ষত্র জেগে উঠবে ফসলের আবাদ।
তখন পৃথিবীর বুকে বিশ্বসঘাতক শত্রুরা পরাজিত হবে
ভণ্ড ধোঁকাবাজ ও কুসংস্কারের পণ্ডিতরা পালিয়ে যাবে
ন্যায়পরায়ণ প্রত্যাশীরা মহৎ প্রেমে দীর্ঘজীবী হবে
নতুন দিন ও উজ্জ্বল রৌদ্রের সূর্যময় সকাল আসবে

 

লেখক: এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top