সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


বিশ্বাস : সাজিব চৌধুরী


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২০ ২০:৩৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:২৯

 

বিশ্বাস মানেই স্থিতি, প্রেমিকের অন্ধপ্রেম।
প্রেম মানে খুঁটি, উত্তাল সমুদ্রে বাঁচার আকুতি।
প্রেম আনে ঝড়-বৃষ্টি-খরা, আগ্নেয়গিরি-সুনামি।

বিশ্বাস মানেই স্বপ্ন, কল্পনার গাঢ় রঙ,
বেলা শেষে কখনও বিবর্ণ, কখনও প্রোজ্জ্বল।
কখনওবা ঝরে যায় রঙ, থাকে কষ্টের নখর।

বিশ্বাস মানেই ঘোর বা বেঘোরে অজানা শিকল,
যতো টান খায়, ততো প্যাঁচ লেগে হয়ে যাই বন্দি।
শিকল মানেই মৃত্যু যেখানে থাকে না মুক্তি।

বিশ্বাস মানেই প্রেমিকার কাছে সীমাহীন আশা।
আশাতেই খুঁজে পাই আশার ছলনা, কিছু ভালোবাসা,
খুঁজে পাই লোভাতুর মন, অশান্ত কামনা।

বিশ্বাস মানেই লক্ষ্যহীন পথে অসীমে গমন।
অসীমের আছে উদাসীন ভাব, অসীম শূন্যতা,
যার কাছে খুঁজে ফিরি অন্তিম ঠিকানা,
পেয়ে যাই স্বস্তি, শান্তি, মনেমনে অসীম সান্ত্বনা।

 

সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top