সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


মুখোশ : মালিহা পারভীন


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২০ ২১:৫৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৯:৩৩

ছবিঃ মালিহা পারভীন


রাত গভীর হ'তে হ'তে  মুখোশ খুলে রাখি একপাশে -
হাসির মুখোশ, পূর্নতার মুখোশ, সুখি মানুষের মুখোশ।
রাত এলে সফলতার প্রশংসাপত্র ভাঁজ ক'রে
লুকিয়ে রাখি নিঃসংগ সিন্দুকে।

ব্যস্ততার মিহি আদর উপেক্ষা ক'রে চোখের পাতায় স্থির সময়ের খেলা 
রাত এলে সফেদ দুঃখ ছড়াই অন্ধকারের শিরায়।
রাত এলে দেয়ালে দেয়ালে আছড়ে পরে হাভাতে দীর্ঘশ্বাস,
শুকনো ঘড়ার জল গড়িয়ে ফোঁটে যন্ত্রনার ক্যকটাস। 

রাত এলে টিকটিকির সাথে সিলিঙ ফ্যানের হাডূডু,
অথবা ঘড়ির কাটার কোলাহলে জাগে বালিকা অভিমান।

রাত এলেই কোথাও ট্রেনের হুইসেল,
কোথাও ফেরারি সময়ের মুঠো হাত,
পথের খোলা বুকে জোছনার নত মুখ,
বিরহের সাথে বিরহ শেকল গড়া।।

রাত এলেই চৌরাসিয়ার বাঁশি ,
রাত এলেই প্রমিথিউস প্রেম,
মিথ্যে কামনার মিথ্যে সমর্পন,
আত্মহনন নিখোঁজ সুখের।।

রাত এলেই -
ডুব সাঁতারের খেলা নিজের সাথে,
রাত এলেই -
মুখোশহীন আর মুখোশের দুর্বার লুকোচুরি। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top