সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


কথা ছিল : জাহ্নবী জাইমা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২১ ১৯:৫৫

আপডেট:
১৬ জানুয়ারী ২০২১ ১৯:৫৬

 

কথা ছিল
একটি বলিষ্ঠ হাত বৈশাখে
গেরুয়া লেবুগন্ধি ভোরে
আমায় ধ্রুবতারা চেনাবে।
কিন্তু সে তখন শরতে
পারিজাত চয়নে রত ছিল।

কথা ছিল
একটি করুণাময় হাত আশ্বিনে
হলুদ পাখি কিংবা শ্বেত কপোত এনে দেবে।
কিন্তু সে তখন বসন্তের হলুদ বনে
পদ্মবিলে রাজহংসের সাথে মেতেছিল।

কথা ছিল
একটি ভালবাসার হাত গভীর মমতায়
আমায় পারস্যের গালিচা অথবা সবুজ প্রান্তর দেখাবে
কিন্তু সে তখন কার্তিকের কাশবনের বকের সাথে
কাশের ডগায় শিশির বিন্দুর হীরকদ্যুতিতে বিভোর
তাই জৈষ্ঠ্যের আগুনঝরা মধ্যাহ্নে
তৃষিত আমি এখনও গভীর প্রতীক্ষায়

কথা ছিল
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার বনে।
দু'জন রেললাইনের মতো সমান্তরাল
হাতে হাত রেখে দূরে বহুদূরে যাবার
কিন্তু সে তখন...

 

জাহ্নবী জাইমা
ঢাকা, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top