সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


আয়না : ডা: মালিহা পারভীন


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২১ ২০:৩৯

আপডেট:
২৭ জানুয়ারী ২০২১ ২০:৪৩

 

যখন বল আকাশে আজ মেঘ করেছে
জানি আজ তোমার মন খারাপ।
যখন বল জ্বরো জ্বরো ভাব শরীর জুড়ে বুঝি আমি মায়াবি স্পর্শ চাও কপালে তোমার।

'কি ভীষণ শীত আজ! যখন বল,
হলফ করে বলতে পারি তুমি উষ্ণতা চাও।
গ্রীস্মের তাপদাহের গল্প যখন বল
আমি জানি তোমার ঘামজল আমার রুমাল আশ্রয় চায়।

তুমি যখন বার বার ঘড়ি দেখো,
চোখের পাতা উঠে কেঁপে উঠে,
বুঝি তোমার তাড়া আছে, যেতে হবে।

শরত বিকেলে তোমার অপেক্ষায় যখন থাকি,
জানি আজ তোমার পরনে আকাশনীল শাড়ি।
খোঁপায় বেলি মালা দেখে বুঝে নেই আজ প্রথম বর্ষা।

বাতাস নিঃশব্দে নিয়ে আসে তোমার যে দীর্ঘশ্বাস,
আমার হৃৎপিন্ডে আমি তা রাখি যত্নে।
এলো চুলে তোমার আঙুলের আনমনা আনাগোনা,
আমি বুঝি অকৃপণ নারী হতে চাও তুমি।
আমার চিবুক তিলে আড়চোখে যখন রাখ চোখ,
জানি আমায় চাও তুমি প্রবল ঝড়ের মতন।

যখন বল অকারণ কথা,
মনের উঠোনে জানি আজ তোমার রোদ্দুর ঝলমল।

যখন হঠাৎ হও উদাস,
চোখের পাতায় লুকাও চোখেরই জল,
হাসির আড়ালে দীর্ঘশ্বাস,
তোমাকে তখন না পড়েই বুঝি
তুমি আজ রঙহীন রঙধনু,
সুরহীন গান, নিস্তরঙ্গ নদী।

শুধু তুমি বোঝনা  -
তোমার এ দ্বিচারিতা আমি ঘৃণা করি কতটুকু!!!

মালিহা পারভীন
সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top