সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সৃষ্টির রহস্য (শ্রীলংকান কবিতা) : কবি সাকিনা মোহাম্মদ


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:২৬

ছবিঃ কবি সাকিনা মোহাম্মদ

 

মূলঃ কবি সাকিনা মোহাম্মদ
অনুবাদঃ শাকিল কালাম

 

সৃষ্টির রহস্য

আমাদের জীবন এবং অস্তিত্ব
আমাদের উপস্থিতির উদ্দেশ্য,
অতীত, বর্তমান এবং ভবিষ্যত:
এখানে সব কিছুই অনিশ্চিত!
আমরা আসি কাঁদামাটি থেকে আসি
প্রতিটি কর্মের জন্য জবাবদিহি করতে
হবে এবং পরিণতির ভোগ করতে হবে।
আমাদের নির্দ্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে।
জান্নাত একটি মায়া হিসাবে রয়ে গেছে।
"যেমন কর্ম তেমন ফল," শব্দগুলো প্রায়শই আমাদের চারপাশে থাকে,ভাল বা খারাপ,
কর্মফল একটি সত্য: তবে তা সবার অজানা।
আমাদের প্রতিটি ক্রিয়াকলাপের বিশালতার
প্রভাব রয়েছে। প্রতিটি কাজের হিসাব দিতে হবে।
যতক্ষণ না, দেহ থেকে আত্মা চলে না যায় ...
মানুষের প্রতি মানুষের ভালোবাসা, স্নেহমমতা
অবশ্যই থাকতে হবে। মানুষের প্রতি দয়া করা
কখনই আমরা ভুলতে পারবো না, পারা যায় না।
এই কর্মময় জীবনে থেকে আপনি যদি চলে যান,
তবে আপনাকে অন্য জায়গায় স্থানান্তর করবে।

 

আমার মধ্যে বসবাস
আমার হৃদয় স্পন্দন দ্বারা রক্ত আমার
শিরা, উপশিরার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
আমার অ্যানোটমি ছড়িয়ে দেওয়া
ত্বকের মতো যা আমাকে একসাথে ধারণ করে।

অন্ধকারের উপর শেড
আমার দৃষ্টি আলোকিত করার মতো দর্শন।

আমার স্নায়ু দিয়ে ফিসফিস করছে
চিন্তাভাবনাগুলো আমাকে অনুধাবন করে।

চিন্তা-চেতনা আমার বিবেকের মধ্যে প্রতিধ্বনিত
মন্ত্রটি আমাকে দিকনির্দেশনা দেওয়ার মতো।

আমার ফুসফুস দিয়ে শ্বাস এবং শ্বাস চলছে
বাতাসের মতো, আমার শ্বাস-প্রশ্বাস প্রবাহমান।

আমার হৃদয় কাটা হলে নিজেকে খুঁজে পাবেন, আমার চিন্তা শুনুন এবং নিজেকে খুঁজে পাবেন।

আমার মন অনুবাদ করে নিজেকে খুঁজে পাবেন।
আমার চোখের দৃষ্টি দিয়ে নিজেকে খুঁজে পাবেন।
আমার রক্ত চেপে ধরো নিজেকে খুঁজে পাবেন।
আমার ফুসফুসে চাপ দিলে নিজেকে খুঁজে পাবেন।

আমার অস্ত্বিততের মধ্যে আপনি বিদ্যমান আছেন
আপনি আর আমি আলাদা নই, আমরা একাত্মা।
এক সুতো দিয়ে বাঁধা, যত্ন এবং প্রভাব আমি যখন আপনার জন্য আকাঙ্ক্ষা করি তখন আর দেখিনা।
আপনি আমার মধ্যে এখানে বাস বেঁধে আছেন
আমার চোখের পর্দায় নিজেকে খুঁজে পাবেন কী?
আমার রক্ত চেপে ধরো তুমি নিজেকে খুঁজে পাবে।
আমার ফুসফুসে আপনি নিজেকে খুঁজে পাবেন।

আপনি আমার মধ্যে বিদ্যমান তুমি আর আমি আলাদা নই।আমদের আত্মা এক সুতো দিয়ে বাঁধা। যত্ন এবং প্রভাব...... আমি যখন তোমার জন্য আকাঙ্ক্ষা করি, তখন আর আমি দেখি না, যেনো মনে হয়, আপনি; আমার মধ্যে বাস করেন।

 

শ্রীলঙ্কান কবি সাকিনা মোহাম্মদের জীবনী ও কবিতা

কবি সাকিনা মোহাম্মদ ১৫ জুন শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেন। তিনি ইডেক্সেল লন্ডন সিলেবাসের আওতায় কলম্বোর বুরহানী সেরেন্দিব স্কুলে প্রাথমিক শিক্ষাগ্রহণ এবং হোম সায়েন্সের আরো প্রশিক্ষণ করেন। তিনি একজন পূর্ণকালীন মা এবং ক্রিয়েটিভ চোয়াস তাঁর কয়েকটি আবেগের প্রকল্প পরিচালনা করছেন। তিনি বিশ্বাস করেন যে, তার মিথুন স্বভাবজাত চরিত্রগুলো তাকে শব্দ, বর্ণময় চিন্তাভাবনা এবং দ্রুত বুদ্ধি সম্পর্কে দৃঢ় আদেশ দিয়ে আশীর্বাদ করেছে! তিনি পেশাদার হেনা শিল্পী।

ছোট্টকাল থেকেই সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ। স্কুলে থেকে ফিরেই তিনি কবিতা এবং গল্প লিখতেন এবং তা শিক্ষক এবং বন্ধুদের সাথে শেয়ার করতেন। তাঁর দুটি গল্প স্কুল গ্রন্থাগারে রেফারেন্স বিভাগে প্রদর্শিত হয়েছিলো। তিনি এখনো স্কুল জীবনে তাঁর প্রিয় কবিতা বইটি ধরে রেখেছেন। দুর্ভাগ্যক্রমে তার শিক্ষাজীবনের শেষ হওয়ার পরও কবিতার প্রতি তাঁর ভালোবাসা অটুট ছিলো। তাঁর এ অনুপ্রেরণাই তাঁকে বিশেষ অনুষ্ঠানে লেখার অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং জাগতিক জীবন তাকে শিল্প থেকে বিচ্যুত করেছিলো।

এক বছর আগে তিনি তাঁর ছোট্টকালের ভালোবাসার জন্য সাহিত্য ও শিল্পের প্রতি সংযোগ স্থাপনের অনুপ্রেরণা পেয়েছিলেন। তিনি প্রথমে "My Poetic Place" নামে একটি ব্লগ দিয়ে লেখালেখি শুরু করেন এবং তা পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতেন। প্রাপ্ত প্রশংসা এবং সমর্থন তাঁকে লিখতে উৎসাহিত করেছিলো। পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে লেখাগুলো প্রকাশ করতে শুরু করেছেন। যার ফলে বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তাঁর কবিতা অন্তর্ভুক্তির সুযোগ লাভ করেন। ইনস্টাগ্রাম পাতায় তার ভিন্নধর্মী লেখা প্রকাশিত হওয়ায় খুব দ্রুত পরিচিতি লাভ করেন।

করোনা মহামারীর লকডাউনের সময় সাকিনা প্রচুর লেখালিখি করেছেন এবং তাঁর লেখাগুলো  পাঠকদের সাথে শেয়ার করার সুযোগ সৃষ্টি হয়। বিশ্বজুড়ে অনেক কবি বন্ধুদের  সাথে যোগাযোগ গড়ে উঠে। এর ফলে তাঁর কাব্যসৃষ্টি বিশ্বসাহিত্যে অবদান রেখে চলেছে। এছাড়াও তিনি তার শিল্পের মাধ্যমে ইতিবাচকতা তৈরির প্রয়াসে মানসিক ও মানসিক সুস্থতা এবং অনুপ্রেরণামূলক কবিতা ভিডিও তৈরি করে এক ধাপ এগিয়ে যেতে পেরেছিলেন।

বর্তমানে সাকিনা সাহিত্য ফোরাম "Motivational Strips" শ্রীলঙ্কান অফিসের মডারেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। মোটিভেশনাল স্ট্রিপসের ভারত ভিশন চ্যানেলের উদ্বোধনী পর্বেও তাঁকে উপস্থাপন করা হয়েছে। তিনি The Eve Poetry Magazine কর্তৃক "Poet of the Day" নির্বাচিত হন। তিনি Spanish Writers Union এবং Union Hispanomundial De Escritores(UHE) এর বার্ষিক সম্মাননা "Cesar Vallejo-2020" লাভ করেন। তাছাড়া তিনি "The Writer's Unit" নামের একটি সাহিত্য ফোরামের বিভিন্ন চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণ করে বিজয়ী এবং রানার আপ হিসাবে  সার্টিফিকেট লাভ করেন। অন্যদিকে www. [email protected] নামক পৃষ্ঠাটিতে সাকিনার কল্পকাহিনীগুলো কয়েক মাস ধরে  ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। ওপেন স্কাইস কালেকশন দ্বারা প্রকাশিত "The Dreamscape" সাহিত্য ম্যাগাজিনে বিশ্ববিখ্যাত কবিদের সঙ্গে সাকিনার কবিতা প্রকাশিত হয়েছে। "Bharath Vision" ওয়েব ম্যাগাজিনে নিয়মিতভাবে তাঁর কবিতা প্রকাশিত হয়ে অাসছে। তিনি "" It is all about me and you" "Feild of Hues" "Life is beautiful" "Love Lust, Liseand, "Repository of Emotions" "Love Lust, Liseouscness" এবং  "Repository of Emotions"গ্রন্থসমূহের সহ-লেখক।

বর্তমানে তিনি তাঁর কাব্যগ্রন্থ "My Poetic Place: The Journey of Discovering My Soul" এর প্রকাশনা নিয়ে ব্যস্ত সময়  কাটাচ্ছেন। তাঁর গ্রন্থে অন্তভূক্ত কবিতাগুলো পাঠকদের মধ্যে অনুপ্রেরণা, উৎসাহ ও প্রেরণা জাগিয়ে তুলবে।

কবিতাগুলো জীবনের বাস্তবতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে উজ্জীবিত কবিতা, পাশাপাশি তাঁর ভালোবাসার  কবিতাগুলো পাঠকের হৃদয় ছূঁয়ে বলে কবি আশা প্রকাশ করেছেন। তিনি ২০২১ সালের সময়কালে কাব্যগ্রন্থটি প্রকাশ করতে চান।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top