সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


একুশ তুমি-১ : রওশন আরা রুশনী


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৭:৫০

 

একুশ তুমি মোদের চেতনা
তুমি বোধের সমাহার
তুমি প্রভাত সূর্যের রক্তাভ আভা
তুমি গর্ব তুমি অলংকার।

একুশ তুমি তাবৎ বর্ণমালা
তুমি ঐক্যের বন্ধন
তুমি স্বকীয়তা প্রাপ্তিতে
বজ্র কন্ঠের জাগরণ।

একুশ তুমি রক্তঝরা
গর্ব করা বুক
একুশ তুমি সব বাঙালীর
স্বপ্ন মাখা সুখ।

একুশ তুমি হাজার মানুষের
বুক ভরা দীর্ঘশ্বাস
সন্তান হারা কত মায়ের
অব্যক্ত হুতাশ।

একুশ তুমি দীপ্ত মনের
প্রোজ্জ্বল কল্পনা
তোমারি কারণ এঁকেছি মোরা
স্বাধীন ভাষার আল্পনা।

একুশ তুমি মহান
তুমি বাঙ্গাঁলীর ভালোবাসা।
আজ পরিনত বিশ্বভাষা দিবসে
তুমি মিষ্টি মধুর মাতৃভাষা।

 

রওশন আরা রুশনী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top