সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


শীত আবহের চারটি কবিতা

ভূমিকা ও বাঙলায়ন: মীম মিজান


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৫

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৯

 

এই পৃথিবী বর্ণিল। বর্ণিল এইজন্য যে, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে খণ্ডাংশকে আমরা দেখি। আর এই বৈচিত্রের পিছনে ভৌগলিক যে নিয়ামকগুলো কাজ করে তা আবহাওয়াগত। আবহাওয়া কোনো অঞ্চলকে করেছে শীত প্রধান। কোনো অঞ্চলকে করেছে গ্রীষ্ম প্রধান। আবার কোথাও কোথাও দেখা যায় প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে বৃষ্টি হতে। ভূপৃষ্টের কিছু অংশ বালুকাময়। পক্ষান্তরে কিছু অংশ বরফে ঢাকা। কোথাও দেখা মেলে গহীন জঙ্গল। কোথাও দেখি দৃষ্টিসীমাকে ক্লান্তকারী জলরাশি। আমরা পাই উঁচুনিচু পাহাড়, আরো পাই তৃণাঞ্চল কিংবা ভঙ্গিল পর্বত্মালা। উপর্যুক্ত নিয়ামকগুলোর অধিকাংশের দেখা মেলে আমাদের এই মাতৃকায়। মাতৃকা বাংলাদেশ এক অনন্যা। এই সবুজ-শ্যামলিমা, জালের মত ছড়িয়ে থাকা স্রোতস্বিনী যার কেশ, দিগন্ত জোড়া যার আঁচল সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পৃথিবীর অপরাপর দেশের তুলনায় শ্রেষ্ঠত্বের মুকুটটি পরিধান করলে বেমানান হবে বলে মনে করেননি অনেকেই। তাদের মধ্যে অন্যতম কবি দ্বিজেন্দ্রলাল রায় যেমনটি লিখেছেন,

'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।'

এই দেশ যে কারণে অনন্যা তার অন্যতম প্রধান কারণ শ্যামলিমার ছয়টি স্বতন্ত্র ঋতু। আর এ রকম ঋতু বৈচিত্র্য পৃথিবীর অন্যদেশ ও অঞ্চলে পরিলক্ষিত হয় না। আমাদের ছয়ঋতুর মধ্যে এক ভিন্নরূপ ও আবহের ঋতু শীতকাল। পাতাঝরে। ঋতুরাজ বসন্তের আগমনের জন্য প্রকৃতিকে এক নিঃসঙ্গতার দিকে ঠেলে দেয়। আমরা পরিধান করি রঙ্গিন রঙ্গিন বাহারি পরিচ্ছদ। হলুদ সরষে ফুলে কৃষকের চাষের জমিন ভরে যায়। ইরি রোপনের জন্য ধানের চারা লাগানো হয়। চারাগুলো সমান্তরাল এক খেলার মাঠে পরিণত হয়। সারারাত শিশির পড়ে স্বচ্ছ ফোঁটা আটকে থাকে চাড়ার ডগায়। মায়ের হাতের নানা স্বাদের গরম গরম পিঠা পুলি। কুয়াশাঢাকা সকালে খেঁজুরগাছের গোড়ায় বসে ঠাণ্ডা রস খেয়ে শীতে ঠোঁটের কাঁপুনি। এই হলো আমাদের অনন্যার শীতকাল। কবিদের মননকে উদ্বেলিত করে ক্ষুদ্র ক্ষুদ্র সকল বিষয়। তারা তাদের কলমের কালিতে শব্দের এমন গাঁঠুরি বাধেন যে সেই ক্ষুদ্র বিষয়টি বৃহৎ ও মনোহর হয়ে পাঠককে ভাবিয়ে তোলে। শীতের এরকম নিয়ামকগুলোও কবিদের ভাবিয়েছে। আর সেগুলো শব্দের শৃঙখলে স্থান করে নিয়েছে কাব্য জমিনে। বাংলাভাষার কাব্য কোবিদগণের শীত স্তুতির কাব্য আমরা পড়েছি। আজ পড়ে নেই বিশ্বসাহিত্যের অন্যতম প্রধান দু'টো ভাষার(ইংরেজি ও ফারসি) কবিদের থেকে বাছাইকৃত চারজন কবির চমৎকার চারটি শীতকালীন কবিতা।

১. উইলিয়াম শেক্সপিয়ার
উইলিয়াম শেক্সপিয়ার (২৬ এপ্রিল, ১৫৬৪-২৩ এপ্রিল, ১৬১৬) সর্বকালের শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। তিনি একাধারে একজন নাট্যকার, সনেটার, অভিনেতা, কবি। তার নাটক বিশ্বের প্রায় অস্তিত্বশীল ভাষায় অনূদিত হয়েছে। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। তাকে বার্ড অব অ্যাভনও বলা হয়।
.
বয়ে যাও, প্রবাহিত হও, হে শীতকালীন সমীরণ
আপনার শিল্প খুব নিষ্ঠুর নয়
মানুষের কৃতঘ্নতার ন্যায়;
আপনার দন্ত খুব ধারালো নয়,
কেননা আপনার শিল্প নয়নগোচর নয়,
যদিও আপনার প্রশ্বাস হয় অভব্য।

ওহো! গান গাওয়া, ওহো! চিরশ্যামল গুল্মবিশেষ পর্যন্ত:
বেশিরভাগ বন্ধুত্ব যদি কপটচারী, বেশিরভাগ ভালোবাসা অধিক মূর্খতা:
অত:পর ওহে, চিরশ্যামল গুল্মবিশেষ!
এই জীবন সবচেয়ে আনন্দপূর্ণ।

জমে যাও, জমে যাও তুমি হে তিক্ত নীরদ,
ঐটা খুব একটা সমীপবর্তী নয়
যেমন উপকারিতা ভুলেগেছি:
যদিও আপনি জলরাশিকে টানেন,
আপনার হুলফুটানো ততোটা তীক্ষ্ণ নয়
যেমনটি একজন বন্ধু স্মরণ করে না।

ওহো! গান গাওয়া, ওহো! চিরশ্যামল গুল্মবিশেষ পর্যন্ত:
বেশিরভাগ বন্ধুত্ব যদি কপটচারী, বেশিরভাগ ভালোবাসা অধিক মূর্খতা:
অত:পর ওহে, চিরশ্যামল গুল্মবিশেষ!
এই জীবন সবচেয়ে আনন্দপূর্ণ।

(এটি একটি সংগিত যা উইলিয়াম শেক্সপিয়ার এর 'এজ ইউ লাইক ইট' নামক নাটক থেকে সংগৃহীত)

উৎস: পোয়েট্রি ফাউন্ডেশন

২. রবার্ট ফ্রস্ট
রবার্ট লি ফ্রস্ট (২৬ মার্চ, ১৮৭৪- ২৯ জানুয়ারি, ১৯৬৩) একজন মার্কিনী কবি। প্রাথমিক অবস্থায় তার ইংল্যান্ডে কবিতা প্রকাশ হতো। পুলিৎজার ও কংগ্রেশনাল গোল্ড মেডাল সম্মাননাজয়ী এ কবি ও নাট্যকার গ্রামীণ চিত্র, সামাজিক ও দার্শনিক বিষয় বস্তু নিয়ে কলিক্যাল ভাষায় সাহিত্য রচনা করেছেন। বিংশ শতকের তিনি একজন প্রোজ্জ্বল লিখিয়ে।

একজন বৃদ্ধের শীতকালীন নিশি

শূন্যকক্ষের শার্শিতে কাপড়ের কুঁচকানো অংশ।
কি রেখেছে তার দৃষ্টি পিছনের ঠাউরানো থেকে
তার হাতের প্রদীপটি কী কাত হয়েছিল তাদের নিকটে
কী তাকে স্মরণ করায় রেখেছিল, এটা কী ছিল
সেটি তাকে কড়কড় করা কক্ষে নিয়ে এসেছিল যা প্রাচীন ছিল।
অবশেষে সে তার চারপাশ মোড়ান পিপাসহ উঠেছে।
আর তার নিচের ভূগর্ভস্থ ভাণ্ডারের ভয়ে ভীত
সেখানে পদধ্বনিতে সে আবার ত্রস্ত হয়েছে
পদধ্বনিতে;-- আর রাত্রির বহির্ভাগকে সন্দিগ্ধ করল,
এটা কার ধ্বনি ছিল, পরিচিত, গর্জনের মত
বৃক্ষনিধন ও শাখার মড়মড়, সাধারণ জিনিশ,
কিন্তু বাক্সের উপর প্রহারের ন্যায় কিছু নয়।
একটি আলোকবর্তিকা শুধুই তার জন্য
সেখানে এখন সে বসে আছে, তার জ্ঞাত বিষয় নিয়ে উদ্বিগ্ন,
একটি নিশ্চুপ প্রদীপ আর তার থেকে আর নয়।
সে নিশাকরের জন্য মজুত যেমনটি তিনি ছিলেন,
ভগ্ন শশীর অনেক দেরিতে উদয়ন
যে কোনো প্রকার একটি সূর্যের থেকে উত্তম
তার বরফ ছাদের উপরে অনুরূপ একটি ভারের জন্য
তার লম্ববান তুষারকণা দেয়ালের সাথে রাখা আছে;
আর ঘুমালো। সেই গুঁড়িটি যা এক ঝাঁকুনিতে সরে গেছে
একদা উনুনে, তাকে সংবিগ্ন ও সরানো হয়েছিল,
আর তার জোরালো শ্বাস সহজ হলো, কিন্তু এখনো ঘুমোচ্ছে।
একজন বয়োবৃদ্ধ লোক -- একজন লোক -- একটি বাড়ি রাখতে পারে নি,
একটি খামার, একটি গ্রাম, অথবা সে যা পারে,
এগুলো তাই যা সে এক শীতকালীন নিশাতে করে।

('একজন বৃদ্ধের শীতকালীন নিশি' কবিতাটি তার 'An Old Man's Winter Night' নামক কবিতার বাঙলায়ন।)
উৎস: পোয়েম হান্টার

৩. মেহদি এখওয়ান ছ'লেছ

কবি মেহদি এখওয়ান ছ'লেছ ইরানের মাশহাদে ১৯২৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মুক্তছন্দ কবিতান্দোলনের অন্যতম পুরোধা। তাঁর অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। তিনি ১৯৯০ সালের ২৬ আগস্ট তেহরানে মৃত্যুবরণ করেন।

শীতকাল

প্রিয় শীতঋতু! কি করব? কী ভয়ানক!
এখনই, এই মরুভূমির পাশে, এখনই
এই দগ্ধিত মার্গ নিশ্চুপ পথচারীহীন
আচ্ছা, ঐ পাহাড়ের মাঝখানে, ঐ
নীরব নিস্তব্ধ কাননের গলিতে
ভুলে যাওয়া দিনের স্মৃতির রোমন্থনে
প্রিয় শীতকাল! কী শীত, কী হলুদাভ পীড়ন
এই জন্য যে আমিও তোমার সাথে একাকী
হে ঋতু, ঋতুগুলোকে দেখেছি
নিজেদের নীরব শীতলতাকে দেখব
আমার শীতকাল! হে দুঃখের পার্শ্ববর্তী

('শীতকাল' কবিতাটি কবি মেহদি এখওয়ান ছ'লেছ এর "প'য়িঝি" কবিতার বাঙলায়ন)
উৎস: শে'রে ন'ব

৪. মজিদ মুস্তাবাভি
কবি মজিদ মুস্তাবাভি ইরানের তাভাল্লুদে ফেরদৌস শহরে ফারসি সাল ১৩৪৭ এর উরদিবেহেশ্ত মাসের ১৪ তারিখ রোজ শনিবার জন্মগ্রহণ করেন। তাঁর চারটি কাব্যগ্রন্থ আছে।
পাতাঝরার কাল

আমার হৃদ ডালিমদানার জন্য উতলা
রাতুল ও শুভ্র দানাগুলোর জন্য
আকাঙ্ক্ষিত মুক্তোদানাগুলো
অপেক্ষায় আছি পত্রগুলো হলুদ হওয়ার
দাড়িম্বফল রাতুল হওয়া পর্যন্ত
শীতঋতু আগমন করো আর সকলেই প্রেমিক হই
শীতকাল আসো, আর আমার মন উতলা হবে
শীতের ঝরিয়ে দেয়া সকল পত্রসমেত
একটু একটু ঝরেছে

উৎস: সেত'রে ডটকম

 

মীম মিজান
লেখক ও সাহিত্যিক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top