সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


হিমালয় শিখরে একুশের মিনার : বাদল আশরাফ


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩০

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৮

 

কেন যে শেরপা হলাম না
এতদিন পৌছে যেতাম হিমালয়ে!
বরকত! হিমবাহ নিচে নামে
নদী হয়! অথচ তোমাদের রক্তস্রোত
ক্রমশ উঠে গেছে হিমালয় ছেড়ে
সীমাহীন উচ্চতায়-
ঐশী বাণী প্রেরকের ঠিকানা অবধি!

আমার শেরপা হওয়ার সাধ
অথবা পুনর্জন্ম লাভের বাসনা
কোনোটাই হবেনা পূর্ণ-
শুধু জানি, আমার উত্তর প্রজন্ম একদিন
গড়ে তুলবেই একুশের একটি মিনার
হিমালয় শিখরে-
দুরন্ত অভিযাত্রীরা বিজয়ের শেষে
ক্লান্ত অথচ স্পর্ধিত আবেগে
যেখানে ওড়াবে অহংকারের পতাকা
সেখানে বিশাল বিস্ময়ে অনুরণিত হবে
পৃথিবীর তাবৎ মায়ের বুক নিংড়ানো ওম মাখা
ঘুম জাগানিয়া গান-
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি....."

 

বাদল আশরাফ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top