সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


অদ্ভুত মায়াবী-মনস্ক ঘাট : তরুণ কুমার দাস


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪২

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৭

 

অদ্ভুত সব যাতনার কথা বলছ তুমি
আমরা তো পথেই হাঁটছি
দু'একটা বেপথু কাক উড়ছে মাথার উপর
অথচ দেখ হেমন্তের রাতে শিশিরের শব্দে কাঁপছে গোলাপ বাগান 

অসম্ভব দু'একটা ছবি সেঁটে গেছে দেয়ালে
দুর্বোধ্য দেয়াল লিখন লিখেছে 
খাঁচা ছেড়ে বেরনো চেনা পায়রা
আমরা আর কতদূর হাঁটব এভাবে
ভাইরাসের জনপদে কখন যে লাগবে মড়ক 

রক্তাক্ত সময় শুয়ে আছে নগরের পথে

খেয়া পারাপার বন্ধ এখন
ওপারে বাবলার ঘন বন
সফল সকণ্টক সবুজ পাতা চিবোচ্ছে একপাল জিরাফ

আমরা তো ভোরের কুয়াশা মেখে হেঁটে যাচ্ছি অচেনা পথে
তুমি কেন শীতল শব্দাবলি লিখছ কবিতায়
অস্থিসন্ধিতে বিঁধে যাচ্ছে অর্বাচীন যন্ত্রণার অদৃশ্য সময়

কে জানে কত রক্ত গড়াবে এখনও 
অদ্ভুত মায়াবী-মনস্ক ঘাটের দুপারে

কোথাও কি সময় পতনের শব্দ শুনতে পাচ্ছে কেউ 
বিষণ্ণ বিকেলের ভরাহাটে?

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top