সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ঘন ফাগুনে : রোজী সিদ্দিকী


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২৩:৩৪

 

ফাগুণের এই ক্ষনে
কত কথা পড়ে মনে
সারা দেহ ধুয়ে দেবো
কাছে এসো প্রিয়া,
মেঘমালা উড়ে গেলে
রবি যাবে আলো জ্বলে
ক্লেশ মাখা লীন তনু
ধোয়াবো কি দিয়া।
আগুন ফাগুণে
কত পাখি উড়ে বনে
কি যে খোঁজে আনমনে
সাথে নিয়ে সাথী,
সোনালী স্মৃতি ঝরে
এসো যদি মাঠ পরে
ভেজা ঘাসে দেহ পাড়ি
করি মাতামতি।
তৃণ লতা নুয়ে আছে
কৃষ্ণচূড়া ডালে নাচে
হিমেল হাওয়া ধেয়ে আসে
এই মহুয়ায়,
গাছগুলো পাশাপাশি
ছুয়ে চলে কাছে আসি
এমন ফাগুন দিনে
তুমি কাছে নাই।

 

রোজী সিদ্দিকী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top