সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


এক গুচ্ছ হাইকু : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৩:৩৭

 

(১)
বনে লেগেছে
রং, এলোমেলো হাওয়া
বসন্ত দিনে

 

(২)

বিরহী কোকিল
ডাকে, শ্যামলা মেয়েটি
কাঁদে, শূন্য বুক

 

(৩)

ভাষার জন্য খুন
কুয়াশা মাখা ভোরে
ঝরেছে শিমুল

 

(৪)

চৈতী বাতাসে
নিঃঝুম খোলা প্রান্তরে
একাকী দু’জন

 

(৫)

শীতার্ত সময়
এক গলা রোদ্দুরে ঠাঁয়
দাঁড়িয়ে ঝিমায়

 

(৬)

শিশির ভেজা ঘাস
কুয়াশার পর্দা ছিঁড়ে
হাসে রোদ্দুরে

 

(৭)

তপ্ত দুপুরে
চারিদিকে ছড়ানো
আলোয়, ঝাপসা পথ

 

(৮)

মিট মিট জ্বোনাকী
বুকেতে আগুন জ্বেলে
নিজেকে পোড়ায়!

 

(৯)

শিউলী ঝরা দিন
সিঁদুরে—আলতায় মেখে
শারদীয় উৎসব

 

(১০)

শার্শী বেয়ে জল
জানালায় কিশোরীর মুখ
অবাক–বিহ্বল

 

(১১)

ঘ্যাঙ–ঘ্যাঙ ব্যাঙের ডাক
ইলেকট্রিকের তারে কাক
ভিজছে সারা রাত

 

(১২)

দেখিনি তো ভুল
ফুটেছে কৃষ্ণচূড়ার
থোকা–থোকা ফুল

 

রোজীনা পারভীন বনানী 
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top