সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


লোভ - অমিতা মজুমদার


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:০০

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:৪৮

 

লোভ এর আগে পিছে থাকে বিপদ সংকেত,

যা কেউ দেখে, কেউ দেখে না,

আবার কেউ কেউ দেখেও না দেখার ভান করে।

লোভের আগুনে পুড়ে যায় কত সাজানো সংসার,

ঠিক যেন ফুলে ভরা বাগানে পঙ্গপালের আক্রমণ।

লোভের হলাহলে নীল হয়ে যায় রক্তের লালিমা,

বিষধর সাপের দংশনেও ততটা নীল হয় না।

লোভ যখন আসন পেতে বসে গৃহস্থের ঘরে,

সে ঘর আর ঘর থাকে না।

লোভ শুধু আকাঙখার জন্ম দেয়,

বাসনার ক্ষুধা বাড়িয়ে তোলে।

লোভের হাত ধরে আসে আরও অনেকে,

অহংকার,ঠুনকো আভিজাত্য, বিলাসী জীবনের হাতছানি।

দুই অক্ষরের ছোট্ট অস্ত্র লোভ,

কিন্তু তার আক্রমণ প্রতিহত করা কঠিন।

লোভ তার অনুসঙ্গীদের নিয়ে যে চক্রব্যুহ রচনা করে,

সে চক্রব্যুহ খন্ডন করার সাধ্য আছে কার।

লোভের শিকারে পরিণত হবার আগেই,

সংযত হতে পারলেই বাঁচা যায় ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top