সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


স্তব্ধতার গান : স্বপন নাগ


প্রকাশিত:
২ জুন ২০২১ ১৯:৫৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:৩৭

ছবিঃ : স্বপন নাগ


এমনও যে হয়,
তার সাক্ষী হবার অপরাধে
আমরা আজ নতজানু হে সময়,
তোমার কাছে।

তোমাকে সাক্ষী রেখে গড়েছি দেবীর মূর্ত্তি
ফুলে চন্দনে সাজিয়েছি দিন,
ধূপের ধুনোয় ভাসিয়েছি অলস প্রহর।
এভাবেই কেটে যাবে দিন --
মূর্খতার সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে
আমরা এখন খাদের কিনারে !
দক্ষিণে বামে
সামনে পেছনে
শুধু পতনের হাঁ-মুখ,
কোন দিকে পথ ?
কোন অভিমুখে আমাদের যাওয়া ?
ঠিকানা হারিয়ে আমরা আজ
বেজন্মা কুত্তার মত সম্বলহীন।

ক্ষমা খুব সহজেই চাওয়া যায়,
ক্ষমা যেন গেরস্থ ভিখিরির ছিন্ন ঝুলি ;
হাত পাতলেই জুটে যায় মধ্যবিত্তের দয়া।
আর তাই
জমে জমে ভরে ওঠে একদাশূন্য তহবিল।

বিলাসে ভাসছে রাত
নিকট ভুলে তাই
দূর দর্শনে দক্ষ করেছি নিজেদের,
ভুলেছি পায়ের মাটি
যে মাটি ফসল দেয়
যে মাটি গড়ে দেয় শেষনিদ্রার শান্ত আশ্রয়
ভুলেছি, চেষ্টায় ভুলেছি সব।
মাটির উর্বরতা নয়,
তার স্তব্ধতাকে পুজো করেছি ;
গড়েছি একে একে শান্ত কবর।
সময়কে পুঁতে রাখার উল্লাসে
অন্ধ করেছি নিজেদের।
আমাদের উদাসীন অর্জনে আজ
আমরা তাই সকলেই মিছিলভাগী ...

অন্ধ করো,
নতুন করে অন্ধ করো হে সময়।
স্তব্ধতার মধ্যে ঘুমিয়ে আছে যে অস্থির বিস্ফোরণ,
তার কথা,
একবার তার কথা কানে কানে বলে যাও।

উপলবাধায় উৎসাহে উচ্ছ্বাসে
ফুঁসে ওঠে স্রোতের শান্ত জলও..
দীর্ঘ এ ঘুম ভেঙে জেগে উঠবে কবে?
মানুষ, শেষকথাটি তুমিই নাকি বলো !

 

স্বপন নাগ
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top