সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


মতিভ্রম : আল মামুন মাহবুব আলম


প্রকাশিত:
৭ জুন ২০২১ ২০:৪১

আপডেট:
৭ জুন ২০২১ ২০:৫০

 

"টাকাগুলো গুনতে খুব মজা হচ্ছিলো
টাকাগুলোতে বিষ লাগানো ছিলো।"
বিষে নীলে নীল, বলেছিলে, নীল রউ
বড় প্রিয়!

প্রতিটি গ্লাশ সঞ্জীবনীতে ফেনায়িত
সব লোভীরা ঠোঁট ছোঁয়াবে, গলা বেয়ে---
জারক রস বিষময়, থিতিয়ে যাবে,
---শবাগারে

মানুষের শ্রমনির্ভর অর্থনীতিতে
চাঙ্গা ফুরফুরে মেজাজে নাঙ্গা নাচবে
নীলাম্বরী হয়ে নীলাশ্বরের ক্রোড়েতে
নৃত্যে মরো

টাকাগুলো ভরাযৌবন নারীর ঘ্রাণ!
বুক তোলপাড় উথাল-পাতাল ঢেউ,
পায়েলের আওয়াজ, প্রেমার্ত ঠোঁটের
সম্মোহন।

ঘ্রাণে মাতোয়ারা নেশাতুর মন, দেহ
পাহাড়ের চড়াই-উতরাইয়ে ঘুরে
নেমে আসে গিরিখাদে নোঙর ফেলবে?
কোথায় তা!

সব নদী আজ অনুঢ়া যৌবনবতী,
কে বলবে শুকিয়ে শীর্ণকায়া আসছে
ফাগুন-চোতে? লঙ্কাকান্ড! তাদের জন্য
বিষভান্ড

ঢেউয়ের প্রতিটি আঘাতে দিকভ্রান্তি;
আকাশের রউ নীল বুঝি আর নয়
ভ্রমঘোরে অতল অতলান্তিকে মরি
ক্লান্তিঘুম!

বিষ উড়ানো মোহনীয় খেলা খেলতে
থাকো, টাকা গুনবে নখ ছুঁয়ে জিহ্বাতে
মরন মজার দৃশ্য দেখার নেশার
অপেক্ষায়

টাকা গুনছি, বিষ ভানছি, অতৃপ্তিতে
নাভীমূল ছেঁকে সুখ তুলে নেবো, নিই
বিষময় কাল কামরাঙা তৃষাঘোরে---
রতিভ্রমে!

(প্রথম দু'লাইনের কারিকর কবি ও চিত্রকর মাসুম সরকার।)

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top