সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


এটা কবিতা নয় : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ১৮:০০

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৪:১৬

 

একটা লাথির অপেক্ষায় বহুকাল।
যেদিন মেয়েটি বলেছিল, আমার বাবার চাকুরিটা নেই।
আমরা চলে এসেছি গ্রামে।
ঘরে খাবার নেই।
কী করে দেব বেতন?
বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে এসির বিল, ল্যাব ফি কেন?
উত্তর এসেছিল, বেতন দিতে না পারলে ছেড়ে দাও পড়া।
বিশ্বাস করুন,  অন লাইনেই একটা প্রচন্ড লাথি মারার ইচ্ছা বহু কষ্টে প্রতিহত করতে হয়েছিল মেয়েটিকে।
যেদিন ডাক্তার রিপোর্ট দিল, কিশোরের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই
সেদিন কি কোশোরের পরিবারের ইচ্ছে করেনি একটি লাথিতে গুড়িয়ে দিতে মিথ্যের দেয়াল?
গত দুই বছর যাবৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে যুবক তার রাতের ঘুমকে দিয়েছে বিসর্জন
অকর্মন্য, অপদার্থ অপবাদের কালিমা মেখে অপেক্ষায় থেকেছে একটা পরীক্ষার
উপাচার্যদের লোভ, অকৃতকার্য, অপদার্থ শিক্ষকদের আমলনামা দেখে উচ্চ শিক্ষার ললাটে কষিয়ে লাথি মারার বাসনায় সে কি অপেক্ষায় নেই?
জেলেদের নির্ধারিত চালের পরিবর্তে কম চাল কেন দেয়া হচ্ছে, এই প্রশ্নে যে ঔদ্ধত্তের সাথে উত্তর দেয়, এটাই বেশি দিচ্ছি।
ঐ অহংকারী অবয়বে লাথি দেবার ইচ্ছা  সেদিন দমন করেছিল সাংবাদিক।
অবশেষে যে লাথি এলো খেলার মাঠে ক্রোধ, প্রতিবাদ আর ক্ষোভের ভাষা হয়ে
সে লাথিকে জানাই প্রণাম
যা চাইলেই সবাই পারে না দিতে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top