সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


কবি হতে হলে : শাহনাজ পারভীন


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ২১:০১

আপডেট:
১ জুলাই ২০২১ ০৪:২২

`
ভাত আর ভালোবাসা ঠিক রেখে যেমন বিপ্লবী হওয়া যায় না
ঠিক তেমনি পদ আর পদবি আগলে কেউ কবি হতে পারে না কোনদিন।
নুন খেয়ে যেমন নেমকহারামি করা যায় না,
তেমনি গুণ গেতে হলে কবিতা বিদায় নেয় সহাস্যে।

কবি হতে গেলে পদের ওজন ঝেড়ে ফেলতে হয় প্রকৃতির মতো
ভাদরের গাছ থেকে যেইভাবে পাকা তাল টুপ করে ঝরে
কিংবা ঝড়ের কবলে ঝরে জৈষ্ঠ্যের গুটি
অথবা মিশে যায় মাটিতে কিছু মেঠো ফল রোজ
সেভাবেই প্রকৃতির পাঠশালায় শিখে কবি হতে হয়।

কবি হতে হলে হোমারের মতো অন্ধ হতে হয়
হেমলক হাতে সক্রেটিস,
রোমিওর মতো প্রেমিক এবং
ট্রামে চাপা পড়তে হয় জীবনানন্দের মতো অবিরাম।

ভিসুভিয়াস, ফুজিয়ামার ভয়ানক লাভা হয়ে
অনন্ত জ্বলে জ্বলে কবি হতে হয়
সাইক্লোন হতে হয় সমুদ্র উপকূলে
এবং ঘূর্ণিঝড়ের মাতম হয়ে আছড়ে পড়তে হয় বোশেখের প্রথম প্রহরেই।

কবি হতে হলে ঝিলাম, হোয়াংহো নদী হতে হয়
ওক, বট আর পাকুড়ের ছায়ায় পথিকের স্বস্তি এবং
রংধনু বুকে নিয়ে আকাশ হতে হয় দিগন্ত সমান
শুধুমাত্র অবলা নারী আর আটপৌরে পুরুষ হয়ে
কেউ কোনোদিন কবি হতে পারেন না।

 

ড. শাহনাজ পারভীন
কবি, গবেষক, কথাসাহিত্যিক
অধ্যক্ষ, তালবাড়িয়া ডিগ্রি কলেজ, যশোর
সভাপতি, অগ্নিবীণা, যশোর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top