সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


তবু বর্ষা : মালিহা পারভীন


প্রকাশিত:
১০ জুলাই ২০২১ ২০:১৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০২:১৯


সোঁদা গন্ধ মাখা মেঘলা প্রহরে
কবি যখন ব্যস্ত কবিতা প্রসবে,
শ্রমিকের ঘাম মিশে তখন বৃষ্টি জলে-
ছেঁড়া ব্যানারে মাথা ঢাকে পথ শিশু।

পর্দা ঘেরা রিকশায় কাঁপে যখন একালের রাধা,
প্যাডেলে ঘুরে নিরন্নের হাহাকার।
কামনা কাতর পুরুষ খুঁজে যখন অসময় শয্যা,
গলির মেয়ের গালের রঙ ভিজে বৃষ্টি জলে।

ঝড় বিলাস আর স্মৃতি বিলাস মিলে
খিঁচুড়ি আয়োজনে কাটে কারো দারুন দুপুর,
কারো ঘর ভাংগে তখন প্রবল ঝড়ে -
শিশুর মুখে স্তন পুরে বিহবল মা।

তানসেন, মেঘমল্লার কারো বাগান বাড়িতে,
ঝুম বৃস্টিতে কদম উৎসব কারো উষ্ণ বুকে,
সখিনার ছেঁড়া শাড়ি ভিজে যায় সুঠাম দেহে,
বানভাসি উনুনের শেষ আঁচ নিভে ঝড় জলে।

তবু বর্ষা আসে,
তবু ফোঁটে কদম,
তবু আমাদের বর্ষা যাপন,
আমাদের বৃষ্টি বিলাস। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top