সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


অস্থির...! প্রেমাক্রোশ : ফাতিমা আফরোজ সোহেলী 


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৮:৩১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৫:৫৮

ছবিঃ ফাতিমা আফরোজ সোহেলী 

 

তোমার জ্যামের শহরে
অস্থির হই না।
অস্থির হইনা হর্নের 
ভুতুড়ে ধোঁয়ায়।
এখানে আছে খরতাপ
এখানেই বৃষ্টি 
ঘর্ম্য অনাসৃষ্টি। 

তোমার লাল নীল ধূলোর শহর
ইট সুরকির আস্তানায় ভরা 
পৃষ্ঠার ফাঁকে ফাঁকে; আটকে থাকা
বহু সর্পিল কূটকৌশল;
আমাকে অস্থির করেনা।
অস্থির করেনা নিত্যদিন
নিজ গন্ডিভ্রমন প্লাস্টিক মানব উত্থান-পতন।

আমাকে অস্থির করেনা 
শ্বাপদের আনাগোনা;
ধর্ম লেবাস, মিটিং মিছিল
হিসেবের টান, হঠাৎ ব্যবধান।
বিশ্বাস করো!
এই ভীমনরকের পেলব শরীর
 আমাকে দেয়না কিছুই!

না, ক্ষমতা। 
না, উদারতা।
না সম্পর্কের ছাড়পত্রের
নিকট দলিল;
কিছুই না। 

ওইযে; ওদের, 
সারি সারি রকমারী শাড়ির দেহে,
 মিনি বা ওয়েস্টার্ণের গলি পথে হয়না অস্থির শ্বাস।
বড় বেশি কামহীন তোমার শহর
আমাকে অস্থির করেনা। 
অস্থির করেনা ছুটে আসা
উটকো খবর। 

বস্তির পাশের ওই নোংরা ডোবার
মধুরেনু ঘ্রাণ;
মগজ ঘরে তোলেনা তান; 
আহ অস্থির...!"

যত্রতত্র পড়ে থাকা
'স্বাস্থ্যের জন্য ক্ষতিকর";
আহ অস্থির...!

জন্ম নিরোধ বেলুনে দোলে 
পথশিশু শৈশব; 
আহ অস্থির...!

আই পিলে মরে কত শত জিনিয়াস
তড়িৎ সুখের জন্য;
ভ্রুন হত্যায় গান গেয়ে ওঠে
ধন্য হয়েছি ওগো ধন্য 
আহ অস্থির...!? হয়না হয়না মন;
বিষদগারের বুলিতে কাঁপেনা 
অস্পর্শ যৌবন!

অস্থির যুগে অস্থির গ্রাসে
অবাক তোমার শহর!
ভরেনি সেই অস্থিরতায়
এই আবক্ষ উদর।
করেনি আমাকে অস্থির জেনো
করবেনা কোনদিন।
অবাক বুকে অবাক মনে
তোমার কাছেই ঋণ।

মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়ও
কখন এসেছি পেরিয়ে।
যাপিত জীবনে বিস্ময় নিয়ে
তোমার দুয়ারে দাঁড়িয়ে।
অস্থিরও আজ অস্থির দেখি
তোমারই চোখের আগ্রাসে...
অস্থির হই অস্থির আমি
তোমারই প্রেমাক্রোশে!?

অস্থির মন প্রেমাক্রোশে
ডুবে ভাসে মন্দনা!
তোমারই মনের ঘ্রাণে বাড়ে 
 আরও..  সুখ সুখ যন্ত্রনা...!

 

ফাতিমা আফরোজ সোহেলী 
কথা সাহিত্যিক
, নিজস্ব উপস্থাপক, নাট্যশিল্পী, গীতিকার ও শিল্পী /বাংলাদেশ বেতার, ঢাকা।
সংবাদ উপস্থাপক, বাংলাদেশ টেলিভিশন।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top