সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


হে পিতা, তোমার ছবি : মেহেনাজ পারভীন


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৯:৪৮

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৫:১৩

ছবিঃ : মেহেনাজ পারভীন

 

তোমার ছবি ইতিহাসের পাতায় পাতায়, বায়ান্নো থেকে একাত্তরের খাতায়।
তোমার ছবি কোটি বাঙালির চিন্তা-চেতনা, আত্মা ও সত্তায়, তোমার ছবি বুকে লালন করা গোটা জাতির প্রত্যয়।
তোমার ছবি মুক্তির রূপরেখায়, গৌরবের গায়,হাজার জয় আর শান্তির বার্তায়।
তোমার ছবি সুনীল আকাশে, সমুদ্রের নীলে, শিশির ভেজা ঘাসে আর হেমন্তের পাকা ধানের গালে।
তোমার ছবি এই বাংলার গল্প, কবিতা ও গানে, স্বাধীনতার অনির্বানে।
তোমার ছবি উত্তাল মার্চের মাঠে, সমগ্র বঙ্গীয় সমতটে, তেজস্বী বয়ানে আর দখিনা সমীরণে।
তোমার ছবি ছাপ্পান্ন হাজার বর্গমাইলে স্বমহিমায় জ্বলে, কাশফুলে আর হাজার নদীর পললে।
তোমার রক্ত লেগে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, পদ্মা, মেঘনা, যমুনা ও মৃত্তিকায়।
তোমার রক্ত লেগে আছে কৃষ্ণচূড়া, পলাশ আর রক্ত জবার লালে।
তোমার রক্ত লেগে আছে এই বাংলার দলিল-খতিয়ানে,পতাকার লাল সূর্যের মাঝখানে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top