সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ফেরারী সময় : সোলায়মান দেওয়ান


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২১ ১৯:৩৬

আপডেট:
৬ অক্টোবর ২০২১ ০১:০৭

 

আজন্ম এক শখ ছিল
উড়াব এক রঙ্গিন ফানুস
সারা বেলা মেঘের খেলা
শূন্য বুকে একটা মানুষ ।

এমন কিছু কথা থেকে যায়
মনের মাঝে স্মৃতির ঝলক
এমন কিছু গোপন কষ্ট
রাত করে দেয় নিবিড় অলোক।

এমন কিছু পথ রয়েছে
মানুষ হাঁটে সময় ভুলে
এমন কিছু ভালবাসা
আগুন ছাড়া শুধুই জ্বলে।

জ্বলছে জ্বলুক ধিকি ধিকি
পুড়ছে পুড়ুক মনপুরা
যাচ্ছে উড়ে অনেক দূরে
হাওয়ায় ভেসে কৃষ্ণচূড়া।

কাঁদছে কাঁদুক বুকের পাখি
ভিজলে ভিজুক নোনা জলে
ঝড়ের পরে বৃষ্টি নামুক
স্বপ্ন হারাক মেঘের কোলে ।

একটা পাখি বুকের ভিতর
বেলা শেষে কেমন একা
একটা জীবন চরাচরে
ফিরে তার হয়নি দেখা।

 

সোলায়মান দেওয়ান
সিডনি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top