সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


অবগাহন : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ২০:২৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৬:১৩

 

হঠাৎ যদি কারও চোখ দেখে ভালো লাগে,
যদি ইচ্ছে করে তার চোখের সমুদ্রে ডুবে যাই—
সে দোষ কি আমার!
নাকি সেই চোখ যে গড়েছে তার?

যদি কারও হাসি শুনে বিভ্রম হয়
এ যেন মানবী নয়,
শুনি ঝর্ণার রিনিঝিনি ধ্বনি
পাথুরে পাহাড় থেকে নেমে বয়ে চলা
এক স্রোতস্বিনী তটিনী...

যদি কারও সুডৌল বাহুর ডোর
গোপন মুদ্রায় শঙ্খের মতো বেজে ওঠে,
আঁকাবাঁকা মেঠো পথের মতো ফুটে তার
শরীরী রেখা –
নির্জন দুপুর ভেঙে ছুটে চলে তার পায়ের নূপুর
ঝুমুর – ঝুমুর – ঝুমুর -
সেই সৌন্দর্য থেকে কিভাবে ফিরিয়ে রাখি
আমার দুচোখ?

হোক সে অনূঢ়া কিংবা
অন্য কেউ তাকে বলেছে কবুল—
তাতে কিবা এসে যায়?
যদি মগজে এই বোধ কাজ করে
এই অপার সৌন্দর্যের আমিই একমাত্র পূজারী-
এই মধ্যবয়সে যদি মেতে উঠি স্নানে
সকালের সোনা রঙ রোদে
খুব কি দোষ তাতে?

 

রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top