সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


শুভ জন্মদিন হিরোন্ময়ী, প্রিয় দেশরত্ন : ফারুক নওয়াজ


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৩:৪৫

 

আঁধার রাত্রে হত্যা করেছে মাতাপিতা তিন ভাই
ঘাতকেরা বোঝে নাই..
বেঁচে আছে তাঁর প্রিয় তনয়েরা
জনক তাঁদের পৃথিবীর সেরা
তারা ছাড়া আর কাউকে বাঙালি হৃদয়ে দেবে না ঠাঁই!
জনকের প্রিয় হৃদয়ের ওম হাসিন ঊষার আলো
শোকের শক্তি বুকে নিয়ে যেন দৈবাৎ চমকালো..
যোগ্যকন্যা হাসিন হাসিনা ছয়টি বছর পর..
প্রিয় মৃত্তিকা ছুঁতেই স্বদেশ খুলে দিলো পিঞ্জর।  
হতাশ বাঙালি ছিল উন্মুখ
কখন দেখবে প্রিয় সেইমুখ
আসতেই তারা পেতে দিলো বুক
এসো মুক্তির মেয়ে..… পিতাহারা দেশে কে আছে এখন
আপন তোমার চেয়ে ?..
জাতি পেলো আশা কাটল হতাশা উঠল স্বপ্ন জেগে..
আপদ তাড়াতে গেল আরো প্রায় পনেরো বছর লেগে
তেজস্বী মনের অপার সাহস পিতার স্বপ্ন বুকে..
রাষ্ট্রের হাল ধরে দিতে চায় অপ-উপদ্রব রুখে।
তবুও কি থেমে থেকেছে ঘাতক মেতেছে রক্তস্রোতে
বঙ্গকন্যা বারবার ফিরে এসেছে মৃত্যু হতে!
যড়যন্ত্রের হাজারো কাহিনি; সবকিছু পিছে রেখে
এগিয়ে চলেছে সাহসী দুচোখে পিতার স্বপ্ন মেখে ।
পিতার স্বপ্ন সোনার বাংলা স্বপ্ন নয় তো আজ..
কন্যার হাতে পরেছে স্বদেশ নতুন দিনের সাজ। 
তোমার জন্ম সফল জন্ম; ধন্যপিতার মেয়ে
পিতাহারা দেশে তুমি না থাকলে সব যেতো দুখে ছেয়ে
জন্মদিনের শুভক্ষণে তাই
তোমাকে সহস্র সালাম জানাই
দেশকোত্মম হিরোন্ময়ী হে, দেশরত্ন তো তুমি-
মানবিকতার জননী তোমাকে ভালোবাসে প্রিয়ভূমি।
এ-জাতি তোমার দীর্ঘ দীর্ঘ জীবন কামনা করে;
তুমি বেঁচে থাকো এই দেশ মাটি মানুষের অন্তরে!

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top