সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আমি ও দুর্গা : শীতল চট্টোপাধ্যায়


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ০১:৪৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:৫০

 

ক্যালেন্ডারে আশ্বিন লেখা পাতাটাকে
বার- বার নাড়ায়
ভেন্টিলেটর দিয়ে আসা
শরৎ বাতাস ৷
চোখ পড়ে, মন নড়ে, ইচ্ছে গড়ে ৷
রক্ষনশীলতার বাঁধে ধাক্কা দেয়
শারদীয়ার উড়ান বান৷
বিধি -বন্ধনের সুড়ঙ্গ পেরিয়ে
চরে পৌঁছিয়ে -
সুরক্ষার আবেদন করায় -
কাশ নিজের শরীর উন্মুক্ত ক'রে
ফুলের পাশে আমাকেও
রপান্তরিত কাশ করে নেয় ৷
তারপরই নিশ্চিত সুরক্ষায়
আগমনী ছুঁই,
শারদীয়া উৎসব ছুঁই,
পথ অতিক্রম মুহূর্তে
দুর্গার পা ছুঁই ৷
মাটি থেকে দুর্গা,
মানুষ থেকে কাশ হয়ে
একসঙ্গে হাসতে থাকি
আমি ও দুর্গা ৷

 

শীতল চট্টোপাধ্যায়
পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top