সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


শারদ কন্যা  : সুব্রত চৌধুরী


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২০:১৮

আপডেট:
১৪ অক্টোবর ২০২১ ২০:২১

 

কাশের বনে শারদ কন্যা মাখে কাশের রেণু
আকাশ জুড়ে বাজে সুরে আগমনীর বেনু।
নীলাম্বরী শাড়ি পরে শারদ কন্যা সাজে
হৃদের কোণে ঢ্যাম কুড়া কুড় ঢাকের বাদ্যি বাজে।

হাওয়ায় ওড়ে শাড়ির আঁচল সিল্কি কালো চুলে
আলতা পায়ে শারদ কন্যা ঝুমকো লতা দুলে।
সন্ধ্যা নামে মায়ার খামে মনে খুশির বন্যা
ঢাকের তালে ছন্দে মাতে আমার শারদ কন্যা।

পুজোর ক’দিন কন্যা স্বাধীন শারদ খুশির আঁচে
মনময়ূরী পেখম মেলে মনের খুশে নাচে।
সিঁদুর খেলায় শারদ কন্যা যখন ওঠে মেতে
বিসর্জনের সুরটি বাজে করুন রাগিনীতে।

ভাসান দিনে মনের কোণে বিষাদ মাখা সুরে
শারদ কন্যার চোখের জলে ঊমা যাবেন দূরে।

 

সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top