সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


শিশু পাঠ : সুরাইয়া চৌধুরী 


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০১:৫১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:৩৮

ছবিঃ  : সুরাইয়া চৌধুরী 

 

নিরাপদ ভাষারা এখন জবর দখলে
অযাচিত যতিচিহ্ন শুধু দাঁড়ায় সম্মুখে। 
বিরতি চিহ্ন রেখে যদি দিন চলে যায়
তবে আর কোথায় পথ খুঁজে পাই?

হরিৎ অহং গুলো এলোমেলো সব
পথহারা বিভ্রান্তি, ভাটায় গতি।
আদিস্বর অভিধান প্রত্নরত্ন বাণী
তুলে রেখে, হাতে দাও ভুলভাল
আয়ূষ্মানকাল, নব্য   ধারাপাত। 
প্রশন্ন জলকণা, শৈশব বায়ুরা
শুকিয়ে মরানদী হতে থাক --
তাতে কার কিবা আসে যায়?
ক্ষরার চরায় যে অশান্ত বাতাস
সেই শুধু খুঁজে ফিরে আদিমসূত্র
প্রাক প্রাথমিক শিশুপাঠ রীতি 
আদর্শ লিপির দীর্ঘ শতকিয়া পাঠ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top