সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ফুলের গান : কাহলিল জীবরান


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ২২:২৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০১:০৯

ছবিঃ কাহলিল জীবরান

 

মূলঃ কাহলিল জীবরান
অনুবাদঃ রোজীনা পারভীন বনানী

 

প্রকৃতির কন্ঠে বার বার উচ্চারিত
আমি এক মায়াময় শব্দ;
নীল তাঁবু থেকে সবুজ কার্পেটে
ঝরে পড়া আমি এক নক্ষত্র।

আমি স্বর্গের সেই কন্যা
শীতঋতু যাকে গর্ভে ধারণ করে;
বসন্ত তাকে জন্ম দেয়;
গ্রীষ্মের ভাঁজে আমি খুব দুষ্প্রাপ্য
এবং শরৎকালের বিছানায় আমি ঘুমন্ত।

খুব ভোরে আমি মৃদুমন্দ বাতাসের সাথে
একাত্ন হয়ে আলো ফুটছে এই ঘোষণা দিই;
সন্ধ্যাবেলায় আমি পাখিদের সাথে যোগ দিয়ে
আলোর বিদায়ের নিলাম ডাকি।

সমতলভূমি আমার সুন্দর রঙে হয় সজ্জিত,
এবং বাতাস আমার সৌরভে হয় সুরভিত।

আমাকে পাহারা দেয়া রাতের চোখকে
আমি ঘুমের জন্য করি আলিঙ্গন,
এবং আমি জেগে উঠে স্থির দৃষ্টিতে
তাকিয়ে থাকি সূর্যের দিকে,
যা দিনের একমাত্র চোখ।

আমি শিশিরের মদ পান করি,
পাখিদের কলরব শুনি, এবং
ঘাসের ছন্দময় দোলা দেখে আমি নাচি।

আমি প্রেমিকদের উপহার;
আমি বিবাহের জয়মালা;
আমি সুখের মুহুর্তের স্মৃতি;
জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমিই শেষ উপহার;
আমি সুখেরও অংশ এবং
দুঃখেরও অংশ।

আমি উর্দ্ধপানে তাকাই শুধু আলো দেখার জন্য,
এবং কখনোই নীচের দিকে তাকাই না
আমার ছায়া দেখার জন্য।
এটাই জ্ঞান যা মানুষের অবশ্যই শেখা উচিত।

 

রোজীনা পারভীন বনানী 
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top