সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিজয় দিবসের কথা : মহীতোষ গায়েন


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২১ ০০:৩৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৯:২৮

ছবিঃ মহীতোষ গায়েন

 

ডিসেম্বর মাস এলে আমাদের স্বাধীনতার কথা
মনে পড়ে,মনে পড়ে মুক্তিযুদ্ধ,যোদ্ধাদের কথা,
সমস্ত শরীরে স্বাধীনতার বীজ রোপিত হয়...।

ডিসেম্বর মাস এলে আমাদের বিজয় দিবস তথা
বাংলাদেশের অমর স্বাধীনতার কথা মনে পড়ে,
মনে পড়ে পাক বাহিনীর আত্মসমর্পণের কথা।

ডিসেম্বর মাস এলে মনে পড়ে ভারত-পাকিস্তান
যুদ্ধের কথা,যে যুদ্ধে পাকিস্তানকে ধরাশয়ী করে
ভারত,আজ থেকে ডিসেম্বরের কাউন্টডাউন শুরু।

তেরো দিনের যুদ্ধে ৭৫ মিলিয়ন বাংলাদেশের
মানুষ স্বাদ পায় স্বাধীনতার গৌরবের কথা...
১৬ই ডিসেম্বর সমূহ সমাজ সিক্ত বিজয়ের গানে।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top