সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বিজয় স্বাধীনতা : এনামুল হক টগর


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২১ ০৭:০৩

আপডেট:
১৬ ডিসেম্বর ২০২১ ০৭:২৬

 

কতো হত্যা,কতো রক্ত,কতো লাশ,কতো মৃত্যুর স্রোত পেরিয়ে সময়,
এই বাংলায় জ্বলেছে আলো দীপ্ত সূর্য স্বাধীনতার মহাপ্রেম অক্ষয়।
স্বজন ও সন্তানহারা ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে আমাদের স্বদেশ চেতনা উদয়,
প্রিয় মৃত্তিকার ভূখণ্ডে নতুন ফুল ফুটে আগামী উত্তরসূরী স্বনির্ভর প্রাণ প্রেমময়।
কতো দুঃখ,কতো বেদনা,কতো কষ্ট,কতো যন্ত্রণার গভীরে স্বাধীনতার বিজ্ঞ পরিচয়।
জাতির মর্যাদা,জাতির গৌরব,জাতির সম্মানে লাল সবুজ পতাকা উড়ে দীপ্তিময়।
বাসনার স্বপ্নগুলো মুক্তির আহ্বান করে
মিছিলে মিছিলে নতুন শ্লোগান সংস্কার।
আঁধার ভেঙে চুরে মাতৃভূমির আলো ছড়ায় সুষম বণ্টন আবাদ দীপ্তকর।
অত্যাচারের কবল থেকে জাতিকে
উদ্ধারের যুদ্ধে দেশপ্রেমিকরা আজো মহাসৈনিক।
আমাদের আধুনিক জ্ঞানের চৈতন্যে
বিশ্ব মানবতায় জাগ্ৰত হোক আর্দশ বিবেক।
স্নেহ মমতা প্রেম প্রীতি রূপ রস জন সাম্যের বন্ধনে আবদ্ধ হোক ন্যায়পরায়ণ নীতি।
দীর্ঘ বাংলার পথে পথে অমৃত ভালোবাসায় জেগে উঠুক সম্মান ভাণ্ডার প্রগতি।
বিজয় স্বাধীনতাই আমাদের দেশপ্রেম,হীন ঘৃণ্য পুঁজিবাদ বিরোধী চেতনার সুগতি,
স্বার্থবাদ বিরোধী মহাঐক্যের এক জীবন সংগ্ৰাম আন্দোলন বিপ্লব প্রেম জ্যোতি।
সত্যের ন্যায়দণ্ডে অশুভ শত্রুদেরকে পরাজিত করাই হবে আমাদের আগামী নতুন যুদ্ধ।
সফল বিজয় আনার জন্যেই বিজ্ঞ সমাজের এই চলমান লড়াই সুষম বণ্টন শুদ্ধি।
অসহায় বঞ্চিতদের নিরাপদ ক্ষুধামুক্তির
অধিকার রক্ষাই বিজয়ের দীপ্ত অহংকার।
ঘাতকদের স্বার্থ বিরোধী অশুভ অশনি
প্রাচীর ভেঙে চুরে নির্মাণ হবে নতুন সংসার।
ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা,আমাদের এই গৌরব বিধান দীপ্তকর।
সভ্যতা ও মানবতার আর্দশ কল্যাণই আমাদের এই বিজয়ের নিপুণ চৈতন্য।
সর্ব আর্দশবাদ ও সর্ব মানবতাবাদ সাম্য
নীতিই আমাদের মাতৃভূমির জাগরণ ধ্বনি।
তারপরও ঘাতকদের ইশারায় এখনো অন্ধকার নেমে আসে ক্লান্ত জীবনের যন্ত্রণা।
জাতির প্রত্যাশাকে ভেঙে চুরে দিতে চায় নিষ্ঠুর আঘাত আঘাতে নির্মম কঠিন।
হে মহা-দেশপ্রেমিক হে মহাজ্ঞানী আলোর সন্ধান দাও সমান অধিকার ধ্বনি,
স্নিগ্ধ স্বচ্ছ মহিয়ান মহাবীর সভ্যতার কল্যাণ ছড়াও মানবতার সম্মান।
মহা-দেশপ্রেমের আর্দশে জাতিকে গড়ে তোল স্বনির্ভর জীবন অনাগত সমাজের বিবেক।
কলম ও কালির যুক্তিতে কবিরাও সত্য জ্ঞান ছড়াক দিকে দিকে অবাক,
আমাদের অখণ্ড ভূমির অধিকার ও স্বাধীনতার দেশপ্রেমে অভিজ্ঞ স্বভাব।
আইনের ন্যায়পরায়ণ বিধান ও বিজয়ের আলোতে দীপ্ত গৌরব,
সার্বজনীন মানুষের সুফল প্রাপ্ত অধিকার প্রতিষ্ঠাই হোক স্বাধীনতার সাম্য স্বভাব।

 

এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top