সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


শেষের চাওয়া : ফারুক নওয়াজ


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২২ ০১:৪৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৯:৩২

 

একজীবনে কী আর তেমন লাগে
যেটুক পাওয়ার পেলাম চাওয়ার আগে।
চাওয়ার আগেই আকাশ ভরা তারা
চাওয়ার আগেই চাঁদের উজলধারা
চাওয়ার আগেই বৃষ্টি টাপুরটুপুর
চাওয়ার আগেই ইমলিছায়ার দুপুর
মায়ার আবেশ ঝাবুকবনের হাওয়া
চাওয়ার আগেই সাঁঝের জোনাক পাওয়া।

চাওয়ার আগেই ঝিঁঝির ঝিনিকঝিনি
শিরীষবনের মনকাড়া শিঞ্জিনী
চাওয়ার আগেই ঢেউ জাগানো নদী
কাশের ঝোপে বাতাস নিরবধি।
চাওয়ার আগেই তিনিশ ফুলের হাসি
চাওয়ার আগেই ভোরের শিশিররাশি
চাওয়ার আগেই পলাশবনে কুহু
সবুজ ঘুঘু ডাকল মুহুর্মুহু।
সব পেয়েছি চাওয়ার আগেই যখন
চাওয়ার কথা ভুলেই গেছি তখন।

এখন শুধু শেষের পাওয়া বাকি
এই পাওয়াটা চাইতে হবে নাকি!
শেষের চাওয়া মাঠের শেষে নদী
নদীর ওপার পাহাড় থাকে যদি
পাহাড় শেষে গুটগুটিয়ার ছায়া
ছায়ার মাঝে প্রাণের পরশ মায়া
মায়ার আবেশ জড়িয়ে মউলবীথি
জোছনা রাতে নীলচে আলোর সিঁথি
বনের শেষে পাতায় ছাওয়া বাসা
মৌরিফুলের গন্ধ ভেসে আসা।

থাকলে ভালো ছোট্ট উঠোনখানা
প্রজাপতি মেলবে রঙিন ডানা
উঠোনকোণে  শিউলিফোটা তরু
কুটিরঘেঁষা ঢেউখেলা ঝিল সরু
সকাল হবে জলপাখিদের ডাকে
রাত নামবে নীল জোনাকির ঝাঁকে
ঘুমিয়ে যাবো ঝিঁঝির গানে গানে
ঘুম ভাঙবে কাঁঠালচাঁপার ঘ্রাণে।
ভোরের উঠোন হবে পাখির খামার
শেষের চাওয়া শুধুই এটুক আমার।

না চাইতেই সব পেয়েছি যখন
শেষের চাওয়া রুধবে কেন তখন!
চাইবো কী আর শেষের পাওয়া পেলে;
শেষের ঘুমে দুহাত দেবো মেলে!

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top