সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


মাকে চিঠি : প্রণব মজুমদার


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২২ ২২:৪৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৫:০৬

 

কতদিন চিঠি লিখি না তোমায়!
মনে পড়ে সেই কবে মা
কালিতে আবদার সাজিয়েছিলাম?
উচ্চ শিক্ষায় মানবতার পাঠ নিতে
মহানগরে রেখেছি পদযুগল,
মফস্বল শহর ছেড়ে আসার পরপর
পত্রে বলেছিলে নতুন জায়গা, মানুষ নতুন;
যে বলবে 'শালা' তাকে যেন বলি ভাই!
সারল্য, সততা, ভদ্রতা ও সদ্ব্যবহার
নগর যাপিত জীবনে এসব অচল!

ছন্দসজ্জায় হস্তাক্ষর, উত্তরপত্রে
লেখেছিলাম ‘যে বলবে 'শালা'
তাকে বলবো ভাই?
মাগো সেই দুনিয়া নাই!'
সে বাণী কালান্তরে স্পর্শ করে নির্মমতায়
পৃথিবী এখন নেই ভালো মানুষের
সৎ মানুষ অর্থব, নিগ্রহে অসহায়!
ঠগবাজ. বাটপার, চোর শাসন করে সব
বিত্তবানকে বড় আসন দেয় সমাজ!

দ্রোহের যন্ত্রণা, নীরব থাকি, হৃদরোগী হয়ে যাই
তুমি নেই! তাই কাকে লিখি বেদনার বর্ণমালা?

 

প্রণব মজুমদার
লেখক গল্পকারকবিপ্রাবন্ধিক ও কলাম লেখক
শান্তিনগরঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top