সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


তোমার দৃষ্টি : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
২৫ মে ২০২২ ২০:১৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৩:৪৩

 

আমি এত দূরে যাইনি যে তোমার দৃষ্টি
আমাকে ছুঁতে পারবে না—
আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও
ওখানে নেই কোন নদী, নেই সাগর—
আছে ধূ-ধূ- বালুর ঝড়
উষর মরুভূমির,
আছে শুকনো পাতার মর্মর;

এখনও এত দূরে যাইনি যে তোমার দৃষ্টি
আমাকে ছুঁতে পারবে না –
আমার দিকে তাকাও, বুকের মধ্যে তাকাও
ওখানে হরিণ কাঁদে, শুনি শুশুকের আর্তনাদ
থেমে থেমে বাঘের গর্জন
কাটা পড়ছে বনভূমি, শুকিয়ে যাচ্ছে নদী
প্রকৃতির নিষ্প্রাণ প্রতিচ্ছবি.....
ওখানে হৃদয় নেই, সাজানো পাথর;

একবার আমার দিকে তাকাও,
আমার চোখের দিকে তাকাও –
আবারও প্রাণ পাক রুক্ষ এই সভ্যতা,
প্রাণ পাক এই হৃদয় !

 

রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top