সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


নির্জন গভীর রাতে ইতিহাসের চরিত্ররা : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৩১ মে ২০২২ ২০:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০২:৩৮

ছবিঃ মহীতোষ গায়েন

 

গভীর কালো নির্জন রাতের
বুক চিরে চলেছে শেষ ট্রেন,
লালগোলা প‍্যাসেঞ্জার।

চোখের দু'পাতা এক হওয়ার
জো নেই, পাগল হাওয়া এসে
ঝাপটি মারে,এলো চুল ওড়ে।

গন্তব্য মুর্শিদাবাদ,রাত পোহাতে
আর ঘন্টা দুই,সবাই ঘুমায়,নির্জন
রাতে ঐতিহাসিক চরিত্ররা আসে।

ঢাকার দেওয়ান রাজবল্লভ বলে-
'কৃষ্ণদাস,এখনি পালাও সোনাদানা
অর্থ নিয়ে',সে হুগলি নদী পার হয়।

উইলিয়াম ড্রেক কৃষ্ণদাসকে এক্তিয়ার
বহির্ভূত পলিটিক্যাল প্রোটেকশন দেয়,
সিরাজ কড়া পদক্ষেপ নিতে তৎপর...

প্রেমিকা লুৎফুন্নেসা নবাবকে বলে,
জানো,স্বপ্ন দেখলাম ক্লাইভের গভীর
ষড়যন্ত্রে আমাদের ঘসেটি বেগমও লিপ্ত।

নবাব আসেন,স্বদর্পে পায়চারি করেন
বিনা অনুমতিতে দুর্গ সংস্কার ও নির্মাণ
নবাবের স্বাধীন ব‍্যক্তিত্ত্বে আঘাত হানে।

আকাশের তারারা আরো উজ্জ্বল হয়
রজনীগন্ধার মালা হাতে লুৎফুর,প্রেমে
পাগল,সুমিষ্ট গন্ধে ভরে যায় মতিঝিল।

ঘসেটি বন্দি,মতিঝিল রাজপ্রাসাদের
গোপন কক্ষে নিক্ষেপ করেন সিরাজ,
নবাবের দূত নারায়ণ দাসের অপমান...

শুল্কদুর্নীতি চরমে ওঠে,মীরজাফর আসেন
তৃতীয় প্রহরে,সিরাজের বিরুদ্ধে সে সক্রিয়,
নবাব বিরোধী চরিত্ররা একে একে আসে।

পলাশীতে ট্রেন থামে,স্বপ্নে আসা চরিত্ররা
মিলিয়ে যায়,চায়ের কাপে চুমুক;খলনায়ক
মীরজাফরের কবরের আর্তনাদ চরাচরে।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top