সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


বৃষ্টি ভেজার অপেক্ষায় ছিলাম : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
২৯ জুন ২০২২ ১৮:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০১:০৪

 

অবশেষে.... তুমি এলে....
চুপিসারে রাতদুপুরে,
সারা পাড়া দাপিয়ে
রাস্তায় ঘিনঘিনে জল জমিয়ে
আমাকে ফাঁকি দিয়ে
ভোরের আগেই পালিয়ে গেলে....

আমি বন্ধ ঘরে
মাথার উপর ফ্যানের শো-শো--
শরীরে আগুনের অস্তিত্ব
প্রথমে এপাশ-ওপাশ, হাঁসফাঁস
তারপর তন্দ্রার ঘোরে
কিছুটা শীতল পরশ পেয়ে
বাকী রাত ঘুমিয়ে কাটালাম, গভীর
ছুঁয়ে দেখা হলো না তোমার ভেজা শরীর....

সকাল হতেই ঝা-ঝা—রোদ্দুর
কানের ভেতর বাজে ভোঁ- ভোঁ –
কর্মব্যস্ত দিনের একঘেয়ে আহ্বান,
শুরু হয় তড়িঘড়ি, হুলুস্থুল......

তুমি কি আবারও আসবে আজ,
আমাকে অপাঙ্গে ভিজিয়ে
শোনাবে কি তোমার সুমধুর রিমঝিম গান ?


রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top