সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সবচেয়ে বেশি থাকা : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ০৬:০৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০১:৪০

 

না থেকেও কেউ কেউ
সবচেয়ে বেশি করে থেকে যায়।
ঘরে, বারান্দায়, ছাদে
আকাশ, আলো, জোসনায়।
বুকের স্পন্দে, অদেখা সুগন্ধে
হাহাকারে, শূন্যতায়।

হাজার লক্ষ মানুষের মাঝেও
কেউ কেউ একা করে দেয়।
নিত্য দিনের কর্তব্য, হাসি আনন্দ
সকাল, সন্ধ্যা উল্কার বেগে ধাওয়া
অথচ না থাকা সে
অজান্তেই পায়ে পায়ে হাঁটে।

রান্না ঘরে উনুন পাশে,
খাবার টেবিলে খালি চেয়ারটায়
শোবার ঘরে শূন্য খাটে
পড়ার টেবিলে গুছানো বইয়ে,
না থাকা ছেলেটিকে বহন করে মা
হৃদয়ের একান্ত গভীরে সন্তর্পণে
মায়ের সারা জগৎ জুড়ে।

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top