সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


মায়া-হরিণের মত : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৩১ মে ২০২৩ ২২:২৫

আপডেট:
৩ মে ২০২৪ ১৯:০৯

 

শীতল জোৎস্নায় কথামৃত পড়তে পড়তে সোহাগ
ঝরে,ঈশ্বর,আদেশ দাও মননে মুকুট পরাক কেউ,
উজাড় করে দিক দেহমঞ্জরী,উদার বাতাসে ঢেউ।

উড়ে যাবে মন এক পলকে ডানা মেলে দিয়ে দূরে-
মাদলের সুরে ভেসে যাবে দিক,বহ্নিশিখায় ঝর্ণা,
কুমারী চাঁদের বুকের ভিতর লুকিয়ে আলোকপর্ণা।

অনাদি অনন্ত গ্রহগুলো সব মেতেছে গণ্ডগোলে...
দাবদাহের মত বিরহের জ্বালা কুয়াশা ঘিরেছে মুখ,
বয়স দৌড়ায় হরিণের মত,মন পোড়ে,তবু আসে সুখ।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top