প্রবাসীদের জন্য কুয়েতে বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট বাধ্যতামূলক
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৪
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৫ ১৯:৩৭
কুয়েতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ফিংগার প্রিন্টের কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সরকার জানিয়েছে, ইতোমধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশরসহ বিভিন্ন দেশের প্রবাসী হাতের ছাপ সম্পন্ন করেছে। এখনো যে সকল নাগরিক ও প্রবাসীরা তাদের বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সম্পন্ন করেনি নির্দিষ্ট সময়ের পরে তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে।
প্রবাসীরা তাদের আকামা নবায়ন করতে পারবেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যেতে–আসতে বাধা নেই।
কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহিল অ্যাপসের মাধ্যমে হয়। অ্যাপসের ভাষা আরবি হওয়াতে অনেকেই প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন। অনলাইন পরিষেবা সহজ করতে ২৬ সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের কথা বিবেচনা করে সাহিল অ্যাপস ইংরেজি ভার্সন চালু করেছে কুয়েত সরকার।
বিষয়: ফিংগার প্রিন্ট কুয়েত
আপনার মূল্যবান মতামত দিন: