সিডনী সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১


আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ফ্রান্সের প্যারিসে


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪ ০৮:২৮

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৫ ২০:২৮

ছবি: সংগ্রহ

 

ফ্রান্সে অনুষ্টিত হয়ে গেল আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৪ এর জমকালো আয়োজন। গত ২৯ সেপ্টেম্বর প্যারিসের ম্যাক্স দরমি হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদের নেতারা উপস্থিত হয়েছিল। 

গ্লোবাল জালালাবাদ ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমবিই, কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, প্রফেসর ড. সুফিয়া রহমান, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন, এনটিভি ইউরো‌পের সিইও সাবরিনা হোসেন, চ্যানেল এস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন প্রমুখ। 

এই উৎসবে বহিঃর্বিশ্বের সিলেট প্রবাসীদের মধ্যে সিলেটবাসীর কল্যাণে ও ফ্রান্স প্রবাসীদের কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ থেকে আগত ও ফ্রান্সের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top