সিডনী শুক্রবার, ১৭ই জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ ১৪৩১


আফগানিস্তান হয়ে এখন বাংলাদেশের পথে চ্যাম্পিয়ন্স ট্রফি


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪ ১৩:২৭

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৫ ১০:০৪

গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রতি আফগানিস্তান ভ্রমন শেষ করেছে। এর পরবর্তী গন্তব্য বাংলাদেশ। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে ট্রফিটি। থাকবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত।

গত ১৬ নভেম্বর ডিপি ওয়াল্ড'র ব্যবস্থপনায় পাকিস্তানের ইসলামাবাদ থেকে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দেশে ভ্রমণ করবে ট্রফিটি। ক্রিকেট ভক্তরা ট্রফিটি কাছ থেকে দেখার পাশাপাশি ছবি তোলারও সুযোগ পাবেন।

সফরের অংশ হিসেবে ট্রফিটি আফগানিস্তানের ঘুরে এসেছে। যাকে আফগানিস্তানের ক্রিকেট ভক্তরা স্বাগত জানিয়েছেন। ক্রিকেটের অভিজাত এই টুর্নামেন্টের ট্রফির সাক্ষাৎ পেয়ে আনন্দিত আফগানের ক্রিকেট ভক্তরা। আফগানিস্তানের নৈসর্গিক প্রকৃতির মাঝে ট্রফিটি যেন স্ব-মহিমায় জ্বলজ্বল করছিল।

আফগানিস্তান থেকে ট্রফিটি বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড হয়ে জানুয়ারিতে ভারতে যাবে।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ তবে, ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা টুর্নামেন্টের একটি হাইব্রিড মডেলের আহ্বান উত্থাপন করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top