সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


অপ্রেমিক : রফিকুল নাজিম


প্রকাশিত:
৪ জুন ২০২০ ০০:৫৮

আপডেট:
৩ মে ২০২৪ ০৮:৩৬

 

তোমার চোখের তারায় কতটুকুন মায়া ঘুমায়,
কতটুকুন দুষ্টু আর্তি খেলা করে; ঠিকই মাপতে পারি।
তোমার ঠোঁটের কোণে কতটুকুন বিদ্যুৎ চমকায়
কতটুকুন নিষিদ্ধ গন্ধম ঝুলে থাকে; জানি গো নারী।

তোমার বুকের তিলক দু'টো কতটুকুন ওম খুঁজে 
কতটুকুন উষ্ণতায় সুখের বিলবোর্ডে তৃপ্তির রঙ ছিটায়?
কতটুকুন আদরে তোমার এলোচুল হাওয়ায় উড়ে
কতটুকুন রাগে রক্তিম রঙে কানে রক্তজবা সাজায়?

তোমার গোপনীয় ভূমির কতটুকুন উর্বর- চাষযোগ্য 
কতটুকুন ঘামে বীজ থেকে চারা হয়? সব হিসেবই রাখি,
কোন ঋতুতে কোন ফুল ফুটে; কোন পাখি গায়
কত ডেসিবল শব্দে হুংকারে মেলো তোমার আঁখি...

আহা! অপ্রেমিক আমি-তোমার আকাশে দেইনি উঁকি
জানি না-কতটুকুন কার্বন লুটোপুটি খায় যখন তখন, 
কতটুকুন অভিমানে এসিড বৃষ্টিতে পোড়ে তোমার মন
কখনো খুঁজিনি- তোমার হৃদয়ে কেন এতো রক্তক্ষরণ? 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top