সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


স্বপ্ন খুঁজি : মোঃ মিঠুন আলী


প্রকাশিত:
২৮ জুন ২০২০ ২২:১৫

আপডেট:
১৯ মে ২০২৪ ১৯:১১

 

স্বপ্নগুলো হারিয়ে গেছে কোন সে পথের বাঁকে,
ফিরে কি পাব আমি যতই খুঁজি তাকে ? 
স্বপ্ন আমার অভিমানী যা ইচ্ছে খুশি তাই,
বলো আমি এখন তারে কোথায় খুজে পাই ?

স্বপ্ন আমার আকাশ ছোঁবে আসবে না 'ত বাড়ি
যতই আমি বলি তারে যেও না'কো ছাড়ি ।
স্বপ্ন আমার রঙিন হবে, হবে প্রজাপতি,
আমি বলি দোষ কি যদি হই তোমার সাথি। 

স্বপ্ন আমার ছন্নছাড়া অনেক দূরে রয়,
লোকে বলে স্বপ ধরা সহজ কথা নয়।
স্বপ্ন আমার দুষ্ট ভীষণ দেবে না সে ধরা
আমিও যে পন করেছি পড়াব হাত কড়া। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top